Sunday, November 16, 2025

মমতাকে কুমন্তব্য, গিরিরাজের পদত্যাগ চেয়ে দিল্লিতে সোচ্চার তৃণমূলের মহিলা সাংসদরা

Date:

দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশালীন মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সংসদের বাইরে গিরিরাজ সিংয়ের পদত্যাগের দাবিতে সোচ্চার হলেন তৃণমূল সাংসদরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সংসদে গান্ধী মূর্তির নিচে সকাল ১০.৩০ থেকে ধরনায় বসেন তৃণমূল মহিলা সাংসদরা। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংকে তাঁর মন্তব্যের জেরে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানানো হয়েছে তৃণমূলের তরফে।

এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে এদিন ধর্নায় ছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, মালা রায়, শতাব্দী রায়, প্রতিমা মন্ডল, মৌসম বেনজির নূর, অপরুপা পোদ্দাররা। তৃণমূল সাংসদ মালা রায় বলেন, “গিরিরাজ সিংয়ের মন্তব্য অত্যন্ত অসম্মানজনক। গিরিরাজ সিং গোটা মহিলা সমাজকে অসম্মানিত করেছেন।” কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের বক্তব্যের বিষয়ে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেছেন, “নির্লজ্জ গিরিরাজ সিং এবং বিজেপি নারীদের ক্ষমতায়ন এবং কর্তৃত্ব মেনে নিতে পারেন না। তিনি এখন সরাসরি মিথ্যা বলছেন, তিনি বলছেন এরকম কথা তিনি কখনো বলেননি। মহুয়ার কটাক্ষ, শাণ্ডিল্যজি – যে পাপির কোন গুণ নেই, গোত্রকে ভালোবাসে, বুঝে নিন তিনিই আমাদের মেরেছেন। প্রসঙ্গত, তার মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হতেই গিরিরাজ সিং ডিগবাজি খেয়ে বলেন তিনি ঠুমকা নয়, জশন (উৎসব) শব্দ ব্যবহার করেছেন। পাশাপাশি তৃণমূলের গোয়া ইউনিটও সকাল সাড়ে ১১টায় গিরিরাজ সিংয়ের বিতর্কিত মন্তব্য নিয়ে সাংবাদিক বৈঠক করে।

Related articles

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...

হৃদয়ে ট্রামের ধাক্কা’, উৎপল সিনহার কলম

... জীবনের এই স্বাদ -- সুপক্ক যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -- তোমার অসহ্য বোধ হলো ; মর্গে কি হৃদয় জুড়োলো মর্গে --...

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...
Exit mobile version