Monday, August 25, 2025

কংগ্রেস সাংসদের বাড়িতে যকের ধন! টাকা গুনতে গিয়ে বিকল মেশিন, চোখ কপালে তদন্তকারীদের

Date:

সাংসদের (MP) বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় চরম অস্বস্তিতে কংগ্রেস (Congress)। শেষ পাওয়া খবর অনুযায়ী ঝাড়খণ্ডের (Jharkhand) কংগ্রেস সাংসদের বাড়ি থেকে এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ১৫০ কোটি টাকারও বেশি নগদ। আয়কর দফতর (Income Tax) সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর (Dhiraj Sahoo) বাড়ি থেকে ১৫০ কোটি টাকারও বেশি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতি ও শুক্র টানা দু’দিন ধরে ঝাড়খণ্ড ও ওড়িশায় সাংসদের বাড়িতে তল্লাশি (Search Operation) চালিয়ে এই বিপুল টাকা উদ্ধার হয়েছে। আলমারি ও বাক্সে থরে থরে সাজানো সেই টাকা চোখে দেখে রীতিমতো ভিরমি খাওয়ার জোগাড় আয়কর দফতরের আধিকারিকদের। তবে এখনও অবধি মোট কত টাকা উদ্ধার করা হয়েছে, সে সম্পর্কে সরকারি বিবৃতি না মিললেও, আয়কর দফতর সূত্রে খবর, ১৫০ থেকে ৩০০ কোটি টাকা লুকানো ছিল কংগ্রেস সাংসদের বাড়িতে।

তবে চমকের এখানেই শেষ নয়। মজার বিষয়, থরে থরে সাজানো টাকা গোনার জন্য আয়কর আধিকারিকরা যে টাকা গোনার মেশিন এনেছিলেন, তাও ৫০ কোটি টাকা গোনার পর বিকল হয়ে যায় বলে খবর। টাকার পরিমাণ এতটাই বেশি ছিল যে পরে আবার নতুন মেশিন আনা হয় টাকা গোনার জন্য। আয়কর দফতর সূত্রে জানানো হয়েছে, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর ওড়িশার বোলানগির ও সম্বলপুরের দুটি বাড়ি এবং ঝাড়খণ্ডের রাঁচি ও লোহারদাগার বাড়িতে তল্লাশি চালিয়েই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্যম ধীরজ সাহু কংগ্রেসের একজন বর্ষীয়ান নেতা। ঝাড়খণ্ড থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন তিনি। ২০১৮ সাল থেকে এই পদে বহাল রয়েছেন ধীরজ।

 

 

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version