Monday, November 17, 2025

কলকাতার মুকুটে জুড়ল আরও একটি পালক। কয়েকদিন আগেই কেন্দ্রীয় রিপোর্টে কলকাতা দেশের মধ্যে সবথেকে নিরাপদ শহরের তকমা পেয়েছে। এবার বিদেশি সংস্থার সমীক্ষাতেও কলকাতার নাম উঠে এল বিশ্বের সেরা ২৪ শহরের তালিকায়। নেদারল্যান্ডসের একটি সংস্থার সমীক্ষায় দাবি করা হয়েছে, কলকাতা খুব শীঘ্রই তথ্যপ্রযুক্তি হাব হয়ে উঠবে। তথ্যপ্রযুক্তি হাব হয়ে ওঠার আদর্শ বিশ্বের ২৪টি তথ্যপ্রযুক্তি হাবের যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে রয়েছে মহানগরী কলকাতা। নেদারল্যান্ডসের ব্যবসায়িক উপদেষ্টা সংস্থা বিসিআই গ্লোবালের তরফে তৈরি করা রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে বহু সংস্থা ‘ওয়ার্ক ফ্রম হোম’ ছেড়ে অফিসে গিয়ে কাজে আগ্রহী। ফলে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি নিজেদের অফিস খুলতে চাইছে। আর এই অফিস খোলার জন্য পছন্দের তালিকায় রয়েছে কলকাতার মতো শহরও।

আইটি হাবের জন্য যে জায়গাগুলি প্রসিদ্ধ তা হল বেঙ্গালুরু, হায়দরবাদের মতো শহর। কিন্তু এখন হাব হয়ে হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে যে শহরগুলির, তা নিয়ে নেদারল্যান্ডসের ওই সমীক্ষক সংস্থা একটি রিপোর্ট তৈরি করেছে। সেই রিপোর্ট অনুযায়ী, আইটি হাব গড়তে নতুন কয়েকটি পছন্দের শহর বেছে নেওয়া হয়েছে। বিশ্বের ২৪টি শহর বেছে নেওয়া হয়েছে সমীক্ষায়। তার মধ্যে আছে কলকাতা। এছাড়া দেশের আর একটি শহরও রয়েছে। তা হল ত্রিবান্দ্রম।

সমীক্ষক সংস্থার রিপোর্টে বলা হয়েছে, কলকাতায় প্রচুর প্রশিক্ষিত আইটি কর্মী রয়েছেন। আইটি হাব গড়ে তোলার সদিচ্ছাও রয়েছে কলকাতা তথা বাংলার কর্মীদের। বাংলা ২০২২ সালে ‘ইজ অফ ডুয়িং বিজনেসে’র তালিকার শীর্ষস্থান দখল করেছে। একাধিক বহুজাতিক কোম্পানি কলকাতায় আসতে শুরু করেছে। ফলে আইটি হাব গড়ে ওঠার আদর্শ পরিবেশ তৈরি হয়েছে বাংলায়. সেই নিরিখে বিশ্বের ২৪ সেরা শহরের তালিকায় স্থান পাওয়া যথেষ্ট তাযপর্যপূর্ণ।

 

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version