Sunday, May 4, 2025

লোকসভায় ঢোকার মুখে চেনা মেজাজে মহুয়া! সাংবাদিকদের প্রশ্নে ‘ইঙ্গিতপূর্ণ’ জবাব তৃণমূল সাংসদের

Date:

‘ঘুষের বিনিময়ে প্রশ্ন’কাণ্ডে শুক্রবার নিজেকে প্রমাণ করার বড় লড়াই। তার আগে লোকসভায় (Loksabha) একেবারেই চেনা মেজাজে ধরা দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ (TMC MP) মহুয়া মৈত্র (Mahua Moitra)। এদিন সকালে লোকসভায় ঢোকার আগে তাঁর মুখে শোনা গেল কাজী নজরুল ইসলামের লেখা কবিতা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহুয়া মনে করিয়ে দেন, ‘‘আমাদের বাংলায় একটা কবিতা আছে কাজী নজরুল ইসলামের (Kazi Najrul Islam)। অসত্যের কাছে কভু নত নাহি কর শির। ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর।’’

তবে এদিন এখানেই থেমে থাকেননি মহুয়া। তাঁর অভিযোগ, ‘‘এঁরা (বিজেপি) বস্ত্রহরণ শুরু করেছে। এ বার আপনারা মহাভারতের যুদ্ধ দেখতে পাবেন।’’ উল্লেখ্য, শুক্রবারই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সম্পর্কে লোকসভার স্পিকারের কাছে এথিক্স কমিটির রিপোর্ট জমা পড়েছে। আর সেকারণেই এদিন সকাল থেকেই চড়ছে রাজনৈতিক পারদ। শুরু হয়েছে তরজা। আর এদিন সকালে লোকসভায় মহুয়া পৌঁছলেই তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকেরা। তাঁদের প্রশ্নের উত্তরে মহুয়া বলেন, ‘‘দেখে নেব। দেখা যাবে। মা দুর্গা এসে গিয়েছে।’’

উল্লেখ্য, শুক্রবার বেলা ১২টায় লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে মহুয়া সম্পর্কে এথিক্স কমিটির রিপোর্ট জমা পড়তে চলেছে। রিপোর্ট জমা দেবেন, এথিক্স কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ বিনোদ সোনকর। তবে এদিন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মুলতুবি হয়ে যায় অধিবেশন। দুপুর ১২টা অবধি অধিবেশন মুলতুবি রাখেন স্পিকার। এদিকে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারই জানিয়েছেন, ইতিমধ্যেই তৃণমূলের তরফে ওই রিপোর্ট নিয়ে আলোচনার দাবি জানিয়ে রাখা হয়েছে স্পিকারের কাছে। সেই সঙ্গে মহুয়াকে লোকসভার কক্ষে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার কথাও জানানো হয়েছে। যদিও এদিন মহুয়ার বিরুদ্ধে এমন পদক্ষেপের তীব্র বিরোধিতা জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

 

 

 

 

Related articles

পহেলগামে গুলির শব্দ শুনেও আসেনি সেনা, বিস্ফোরক অভিযোগ মৃতের স্ত্রীর 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Pahelgam Terrorist attack) ভারতীয় সেনার গাফিলতি স্পষ্ট, বিস্ফোরক অভিযোগ করলেন মৃত সমীর গুহর স্ত্রী...

ইস্টবেঙ্গলে ব্রাজিলের মিগুয়েল ফিগুয়েরা

ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি নিয়ে এই মুহূর্তে চর্চা তুঙ্গে। আসন্ন মরসুমের জন্য ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে তুলে নিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ...

এসএসসি রায় পুণর্বিবেচনা: সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন রাজ্যের

রাজ্যের স্কুলগুলি চলার স্বার্থে ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের চাকরি বাতিলের পদ্ধতি স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। কিন্তু সেটা...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

৪ মে রবিবার ২০২৫১ গ্রাম        ১০ গ্রামপাকা সোনার বাট       ৯৩৯০ ₹    ৯৩৯০০...
Exit mobile version