সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়ে এসএসকেএম ফের খবরের শিরোনামে। আদালতে এর আগেও এসএসকেএমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এবার অভিযোগ উঠছে, শিশুদের জন্য বরাদ্দ বেডে রাখা হয়েছে কালীঘাটের কাকুকে। কার্ডিওলজির আইসিসিইউয়ের শিশুদের জন্য যে বেড বরাদ্দ, সেখানেই রাখা হয়েছে সুজয়কৃষ্ণকে।
জানা গিয়েছে, এসএসকেএম কার্ডিওলজি বিভাগে ১৮, ১৯, ২০ নম্বর বেড হৃদরোগের সমস্যা রয়েছে এমন শিশুদের জন্য বরাদ্দ রয়েছে। সেই তিনটি বেডের মধ্যে ১৮ নম্বর বেডে সুজয়কৃষ্ণকে ভর্তি করা হয়েছে।যা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।
সুজয়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ ঘিরে গত কয়েকদিনে টানটান নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। যা জারি রইল শুক্রবারও। এদিন জোকা ইএসআই হাসপাতালে সুজয়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার কথা ছিল। সেইমতো সাতসকালে এসএসকেএমে এসে হাজির হয় ইডির টিম।