Thursday, November 6, 2025

পাটনায় ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক! বাংলার প্রতিনিধিত্বে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

Date:

দেশের পূর্বাঞ্চলের রাজ্য়গুলির নিরাপত্তা ও পারস্পরিক সমন্বয় দৃঢ় করতে রবিবার পাটনায় পূর্বাঞ্চলীয় পরিষদ বা ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক বসছে। ওই বৈঠকে রাজ্যের প্রতিনিধিত্ব করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মুখ্য়মন্ত্রী উত্তরবঙ্গ সফরে ব্যস্ত থাকার কারণে অর্থমন্ত্রী, ওই বৈঠকে রাজ্যের প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকবেন বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। তাঁর সঙ্গে রাজ্যের স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা এবং অর্থসচিব মনোজ পন্থ বৈঠকে উপস্থিত থাকবেন।

পূর্বাঞ্চলের চারটি রাজ্য– পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার মুখ্যমন্ত্রী বা তাঁদের প্রতিনিধিরা ওই বৈঠকে থাকবেন। পর্ষদের সভাপতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকে সভাপতিত্ব করবেন। ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ও নজরদারির জন্য পোস্ট ও ফেন্সিং তৈরির জমির বিষয়টি বৈঠকের আবলোচ্য সূচিতে রয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। এর সঙ্গে পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে নদীর জলের বণ্টন, পোস্ত চাষের অনুমোদনের মতো বিষয়গুলি উঠে আসতে পারে। উল্লেখ্য, পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে প্রতি বছর কাউন্সিলের বৈঠক হয়। গত বছর নবান্ন সভাঘরে পরিষদের বৈঠক বসেছিল। সেই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। এবার মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গে নির্ধারিত কর্মসূচি থাকায় এই বৈঠকে যাবেন না বলে আগেই ঠিক ছিল। উল্লেখ্য, কলকাতার বৈঠকেও গতবার বিহার এবং ওড়িশার মুখ্যমন্ত্রীরা আসেননি। এবার ওই সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা সশরীরের বৈঠকে উপস্থিত থাকবেন অথবা প্রতিনিধি পাঠাবেন তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন- পাকিস্তানের নেতৃত্ব ছেড়ে কি ঠিক করেছেন বাবর? মুখ খুললেন তাঁরই এক সতীর্থ

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version