Thursday, August 21, 2025

মামলার নিষ্পত্তিতে গড়িমসির অভিযোগ! সাংবাদিক গৌরী লঙ্কেশ হ.ত্যাকাণ্ডের অন্যতম অ.ভিযুক্তের জামিন

Date:

জামিন (Bail) পেলেন সাংবাদিক গৌরী লঙ্কেশ (Gauri Lankesh) খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত। দীর্ঘদিন মামলা চলার পর অবশেষে মোহন নায়েক এন নামে ওই অভিযুক্তকে (Main Accused) জামিন দিয়েছে কর্নাটক হাইকোর্ট (Karnataka High Court)। এই মামলায় অভিযুক্তদের মধ্যে প্রথম কেউ জামিন (Bail) পেল। আদালত সূত্রে খবর, সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যার পরিকল্পনার অন্যতম অভিযুক্ত ছিল মোহন নায়েক। ২০১৮ সাল থেকে ৫ বছরেরও বেশি সময় ধরে পুলিশ হেফাজতে ছিল সে। কিন্তু, মামলার নিষ্পত্তি হতে দেরি হচ্ছে বলে আদালতে আবেদন জানায় মোহন। যদিও আগে একাধিকবার মোহনের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। অবশেষে শুক্রবার তার সেই আবেদন মঞ্জুর করেছে কর্নাটক হাইকোর্ট।

এদিন আদালতের বিচারপতি বিশ্বজিৎ শেট্টরির সিঙ্গল বেঞ্চ ১ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে মোহনের জামিনের রায় দিয়েছেন। উল্লেখ্য, ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে বাড়ির বাইরেই আততায়ীর গুলিতে নিহত হন সাংবাদিক গৌরী লঙ্কেশ। তিনজন মোটরবাইকে করে এসে অতর্কিতে তাঁকে গুলি করে হত্যা করেন। তবে কী কারণে গৌরী লঙ্কেশকে হত্যা করা হয়েছিল তা এখনও জানা যায়নি। তবে তিনি হিন্দুত্ববাদী রাজনীতির সমালোচক ছিলেন। সেই ঘটনার পর থেকে এখনও মামলা চলছে।

এদিকে চার্জশিটে থাকা ৫২৭ জনের মধ্যে গত দু-বছরে মাত্র ৯০ জনের সাক্ষী নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে দ্রুত এই মামলার নিষ্পত্তি যে হবে না, তা স্পষ্ট করে দিয়েছে আদালত।

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version