Tuesday, November 4, 2025

মমতা-অভিষেক চান চাকরি হোক: চাকরিপ্রার্থীদের আলোচনায় জানালেন কুণাল, সোমে ব্রাত্যর সঙ্গে বৈঠক

Date:

ধর্মতলায় SLST চাকরিপ্রার্থীদের ধর্নামঞ্চ থেকে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)। আগামী সোমবার, বিকেল ৩টে আন্দোলনকারীদের ৭ প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন ব্রাত্য বসু। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান কুণাল। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই চান চাকরি হোক। বিষয়টা অনেক দূর এগিয়েছে। একটু জটে আটকে আছে।

১০০০ দিনে পড়ল SLST চাকরিপ্রার্থীদের ধর্না। দিনের শুরুতে প্রথমে মাথা ন্যাড়া করে প্রতিবাদ জানান ২ চাকরিপ্রার্থী। এরপরেই একের পর এক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। এর মধ্যেই বেলা সাড়ে তিনটের পরে ধর্না মঞ্চে হাজির হন  তাঁকে দেখেই আন্দোলনকারীরা এগিয়ে আসেন। এঁদের মধ্যেই কেউ কেউ আগেও কুণালের সঙ্গে দেখা করেছেন। বেশ কিছুক্ষণ কথা বলেন তৃণমূল মুখপাত্র। তারপরেই কুণাল জানান, “আজকে কর্মপ্রার্থীরা যোগ্য উপযুক্ত। কোনও এরটি জটিলতার জন্য আটকে আছে। এগোতে এগোতে আদালতের কোনও একটা জায়গায় আটকে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী চান এই চাকরি হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছিল জট খুলুক।“ কুণালের কথায়, ‘‘আলোচনা থেকেই সমাধানের পথ আসে। আন্দোলন তো পালিয়ে যাচ্ছে না। গণতান্ত্রিক দেশে আন্দোলন করার অধিকার সবার রয়েছে।’’

তৃণমূল মুখপাত্র জানান, যে চাকরিপ্রার্থী তাঁর মাথা কামিয়ে ফেলেছেন, সেই রাসমণিকে তিনি চেনেন। একাধিক বার সাক্ষাৎ হয়েছে। ছেলেকে কোলে নিয়ে ওই চাকরিপ্রার্থীর আন্দোলনকে তিনি সম্মান করেন। মাথা মুড়িয়ে ফেলার খবর পেয়ে তিনি দেখা করতে এসেছেন। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, ‘‘নিয়োগ নিয়ে জট খুলুক। আজ যখন রাসমণি চুল বিসর্জন দিচ্ছেন, তখন মনে হয়েছে অফিসে কথা না বলে ওঁদের সঙ্গে এসে দেখা করে যাই।’’

 

এরপরেই কুণালের সঙ্গে রাসমণি-সহ অন্যান্য চাকরিপ্রার্থীকে বেশ কিছু ক্ষণ বসে কথা বলেন। পরে তৃণমূল মুখপাত্র বলেন, ‘‘জট খুলছে। তবে একটা আঁকশিতে এসে আটকে রয়েছে। সোমবার বিকেলে তাই আলোচনা করার কথা বলেছি।’’

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version