Friday, August 22, 2025

উধাও ১৫ কুইন্ট্যাল চাল! অ.ভিযোগ পেয়েই রেশন ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে ক.ড়া পদক্ষেপ খাদ্য দফতরের

Date:

ডিস্ট্রিবিউটরের (Distributor) বিরুদ্ধে রেশনের (Ration) চাল (Rice) পাচারের অভিযোগ। আর তা সামনে আসতেই নড়েচড়ে বসল প্রশাসন। অভিযোগ পেতেই ওই ডিস্ট্রিবিউটরকে সাসপেন্ড (Suspend) এবং শোকজ (Show cause) করেছে জেলা খাদ্য দফতর। পাশাপাশি জেলাশাসকের নির্দেশে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে খবর। শনিবার দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপে রেশনের ১৫ হাজার কুইন্ট্যাল চাল পাচারের অভিযোগ ওঠে এক ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ডিস্ট্রিবিউটর অমিত কুমার ভকত। তার খোঁজে ইতিমধ্যে শুরু হয়েছে তল্লাশি।

জেলাশাসক সুমিত গুপ্তার অভিযোগ, রেশনের ১৫ হাজার কুইন্ট্যাল চাল ১০০ জন রেশন ডিলারকে ডিস্ট্রিবিউটার করার কথা ছিল। অভিযুক্ত ডিস্ট্রিবিউটর ওই চাল সরবরাহ করেননি। উল্টে তা পাচার করে দিয়েছে। জেলাশাসক আরও জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে। এছাড়া অভিযুক্ত ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে এফআইআর রুজু করতে চলেছে পুলিশ।

তবে শুধু দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপ নয়, এদিন হাওড়ার ডোমজুড়েও ফের রেশনের আটায় পোকা কিলবিল করতে দেখা যায়। ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গ্রাহকদের অভিযোগ, শনিবার রেশনে মেয়াদ উত্তীর্ণ আটা বিলি করা হয়। প্যাকেট খুলতেই দেখা যায়, পোকা কিলবিল করছে। গ্রাহকরা জানিয়েছেন রেশন ডিলার সরকারের থেকে সদ্য পাওয়া আটা চড়া দামে বাজারে বিক্রি করে তাঁদের মেয়াদ উত্তীর্ণ আটা দিচ্ছে। যদিও অভিযোগ সামনে আসতেই ওই রেশন ডিলারের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা জানিয়েছে প্রশাসন।

 

 

 

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version