Sunday, May 4, 2025

মেট্রোর কাজ নিয়ে আতঙ্কের রাত কাটিয়েছে বৌবাজার। এবার গড়িয়া-বিমানবন্দর মেট্রোর (Garia Airport Metro Station) স্টেশন তৈরির কাজে ধসের (landslide) জেরে আতঙ্ক ছড়ালো কৈখালির কাছে ভিআইপি রোডে (VIP Road)। একটি কিন্ডারগার্ডেন স্কুল ও একটি আবাসনের সামনের ফুটপাথে ধস নামার ঘটনায় ফের প্রশ্নের মুখে মেট্রোরেলের (Metro Railway)নিরাপত্তা। ফিরছে বৌবাজারের আতঙ্কের স্মৃতি।

গড়িয়া-বিমানবন্দর মেট্রোরেলের কাজ ইতিমধ্যেই জোর কদমে চলছে। বেশ কয়েকটি জায়গায় শুরু হয়েছে স্টেশন তৈরির কাজ। এই পুরো রুটটিই ফ্লাইওভারের। নভেম্বরের শেষে এই রুট পরিদর্শনে এসেছিলেন মেট্রোরেলের জেনারেল ম্যানেজার (General Manager) পি উদয়কুমার রেড্ডি। তখন তিনি কৈখালিতে ভিআইপি রোড মেট্রো স্টেশন ও চিনার পার্ক মেট্রো স্টেশনের কাজও পরিদর্শন করেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশও দেন তিনি। তবে তারপরেই কৈখালির স্টেশন সংলগ্ন ফুটপাথের পাশে নিকাশি নালা তৈরির কাজের সময় ধস নামে। জানা যায় নির্মীয়মাণ মেট্রো স্টেশনের পিছনেই একটি আবাসন ও একটি কিন্ডারগার্ডেন স্কুল রয়েছে। মেট্রোর কাজের জন্য ইতিমধ্যে সেই এলাকায় ফুটপাথ ব্যবহার করা ভীষণই সমস্যাজনক হয়েছে। কিন্তু এবার ধস নামায় রীতিমত আতঙ্কের মধ্যে পড়েছেন বাসিন্দারা। তাঁদের দাবি, এর আগেও পিলার বসানো বা অন্যান্য কাজের সময় কেঁপে উঠেছে আবাসনগুলি। এবার ছোটদের স্কুলের সামনে ধস নামায় খুদে পড়ুয়াদের নিরাপত্তা নিয়েও চিন্তায় তাঁরা। মেট্রো কর্তৃপক্ষের দ্বায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা।

যদিও মেট্রো কর্তৃপক্ষ দাবি করছেন জলা জমি ভরাট করে তৈরি হওয়া ভিআইপি রোডে নিকাশি নালার কাজ চলার জন্য ধস নেমেছে। পুরোনো নিকাশি নালার জল ঢুকে পড়ায় বিপত্তি হয়েছে। এর আগেও এই এলাকায় মাটি সরে যাওয়া সংক্রান্ত সমস্যার কথাও মেনে নিচ্ছে আধিকারিকরা। এলাকায় মাটির চরিত্র বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম বলে দাবি তাঁদের। তবে পরিস্থিতি অনুকূল না জেনেও এভাবে দ্রুত কাজ শেষ করায় বিপদের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version