Friday, December 19, 2025

কুলতলির লোকালয়ে বাঘের আ.তঙ্ক! ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি

Date:

Share post:

শীতের মরশুম শুরু হতেই লোকালয়ে বাঘের হানা। বাঘের আতঙ্কে আতঙ্কিত গোটা গ্রাম। শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির মইপিট উপকূল থানার অন্তর্গত ভুবনেশ্বরী গৌড়ের চক এলাকায় নদীর চরে বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক। বাঘের আতঙ্কে আতঙ্কিত গোটা গ্রামবাসী। এই ঘটনার খবর পেয়ে মৈপীঠ কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। গ্রামে বাঘের উপস্থিতি নিশ্চিত হতেই বন দফতরকে খবর দেয় পুলিশ। পরে স্থানীয় নলগড়া বীট অফিস ও আশপাশের রেঞ্জ অফিস থেকে বনকর্মীরা ঘটনাস্থলে এসে বাঘের খোঁজে তল্লাশি শুরু করেন।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে ভুবনেশ্বরী গৌড়ের চক এলাকায় নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন তারা। তড়িঘড়ি খবর দেওয়া হয় বনদফতর ও পুলিশে। এই ঘটনার খবর পেয়ে ঐ এলাকায় এসে পৌঁছায় বন বিভাগের কর্মীরা। ইতিমধ্যেই বন কর্মীরা বাঘের পায়ের ছাপ অনুসরণ করে বোঝার চেষ্টা করছে বাঘটি পুনরায় জঙ্গলে চলে গিয়েছে নাকি লোকালয়ের মধ্যে রয়েছে। গ্রামবাসীরা লাঠি হাতে গ্রাম পাহারা দিচ্ছেন। জঙ্গল লাগোয়া এলাকায় জাল লাগিয়ে এলাকাটি সুরক্ষিত করার কাজ ইতিমধ্যে শুরু করেছে বনদফতর। এ বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনার বন দফতরের মুখ্য আধিকারিক মিলন মন্ডল জানান, লোকাল বাঘ ঢোকার খবর পেয়ে ইতিমধ্যেই বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং বাঘের পায়ের ছাপটি অনুসরণ করে বুঝার চেষ্টা করছে বাঘটি লোকালয়ের রয়েছে কিনা, জঙ্গলের মধ্যে পুনরায় ঢুকে গিয়েছে, ড্রোনের মাধ্যমে বাঘটিকে অনুসন্ধান করা কাজ চলছে। জাল দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। প্রয়োজনে ওই জঙ্গলে পাতা হবে খাঁচা।

আরও পড়ুন- পাটনায় ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক! বাংলার প্রতিনিধিত্বে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

spot_img

Related articles

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...