Friday, December 19, 2025

শুক্রের পর শনিতেও, ফের মর*ণোত্তর অঙ্গ*দানের নজির মহানগরীতে!

Date:

Share post:

মৃত্যুতে এক জীবন শেষ হলেও মরণোত্তর অঙ্গদানে বেঁচে থাকতে পারে অন্য জীবন। তাই মৃত্যুর পরে অন্যকে ভাল রাখতে অঙ্গদানের কথা বারবার বলে শিক্ষিত সমাজ। এবার সেই সুরেই তাল মেলাল মহানগরী। শুক্রবারের পর শনিবারও জোড়া মরণোত্তর অঙ্গদানের (Dual Organ donation) নজির শহরে। রিজিওনাল অর্গান অ‌্যান্ড ট্রান্সপ্লান্ট (Regional Organ and Transplant) এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। দুটির মধ্যে একটি অঙ্গদান হয়েছে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital),অপরটি কলকাতার অ‌্যাপোলো হাসপাতালে ।

যত সময় এগোচ্ছে ততই চক্ষুদানের পাশাপাশি মৃত্যুর পর অঙ্গদানেও এগিয়ে আসছে পরিবার। গত ৬ ডিসেম্বর কাজ থেকে বাড়ি যাওয়ার পথে বাইকের ধাক্কায় গুরুতর আহত হন বছর আটত্রিশের শ্যামসুন্দর দাস। দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেই রাতেই এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়। কিন্তু মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসকরা চেষ্টা করলেও শেষমেশ কোনও লাভ হয় নি। শুক্রবার রাতে চিকিৎসকরা জানান শ্যামসুন্দরের ব্রেন ডেথ (Brain death)হয়েছে। এরপরই মৃতের দুটি কিডনি, লিভার, দুটি চোখের কর্নিয়া দানের সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। পরেরদিন অর্থাৎ শনিবারই কলকাতার (Kolkata) অ‌্যাপোলো হাসপাতালে বরানগরের বাসিন্দা তারক দত্তের অঙ্গদান হয়। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে শুক্রবার তাঁর ব্রেন ডেথ হয়েছিল বলে পরিবার সূত্রে খবর। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তির দেহে শ্যামসুন্দরের লিভার প্রতিস্থাপন করা হয় । একটি কিডনি যায় শহরের একটি বেসরকারি হাসপাতালে, অপরটি এই হাসপাতালেই চিকিৎসাধীন এক রোগীর দেহে প্রতিস্থাপিত হয়। শ্যামসুন্দরের ফুসফুসে গুরুগ্রামের (Gurugram) মেদান্ত হাসপাতালে পাঠানো হয়েছে। শ্যামসুন্দরের স্ত্রীর অনুমতি নিয়ে এসএসকেএম হাসপাতালে তাঁর ত্বক সংগ্রহ করা হয়েছে।

spot_img

Related articles

তৃণমূলের প্রতিবাদেই বিরোধী ঐক্যে শান: সাংসদদের বিশেষ বার্তা মমতার

যতবার কেন্দ্রের স্বৈরাচারী বাংলা-বিরোধী বিজেপি সরকার বাংলার মানুষের উপর নানাভাবে চাপ প্রয়োগ, বঞ্চনার চেষ্টা চালিয়েছে, ততবার তৃণমূল নেত্রী...

বেঙ্গল সুপার লিগে জিতল রয়্যাল সিটি, শুরুতেই ছন্দে ব্যারেটোর দল

শুক্রবার জমজমাট বেঙ্গল সুপার লিগে(Bengal Super League)। রাজ্যের দুই প্রান্তে   ছিল দুটি ম্যাচ।  ঘরের মাঠে জেএইচআর রয়্যাল সিটি...

কেকেআরের মালিকানার পরিবর্তন! দলের শেয়ার বিক্রি করছেন জুহি?

বছর শেষের আগেই নাইট শিবিরে ফাটল! আরসিবি এবং রাজস্থান রয়্যালসের পর এবার মালিকানা পরিবর্তনের সম্ভবনা কলকাতা নাইট রাইডার্সেও(KKR)।...

রাস্তা উদ্বোধনেই উন্নয়ন! শনিতে মতুয়াদের মোদির দেওয়া প্রতিশ্রুতির মূল্য নেই, দাবি তৃণমূলের

মতুয়া অধ্যুষিত নদিয়ার তাহেরপুরে বিজেপির ভোট ফেরানোর চেষ্টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসআইআরে সবথেকে ক্ষতির মুখে বাংলার মতুয়া (Matua)...