Thursday, November 6, 2025

শুক্রের পর শনিতেও, ফের মর*ণোত্তর অঙ্গ*দানের নজির মহানগরীতে!

Date:

মৃত্যুতে এক জীবন শেষ হলেও মরণোত্তর অঙ্গদানে বেঁচে থাকতে পারে অন্য জীবন। তাই মৃত্যুর পরে অন্যকে ভাল রাখতে অঙ্গদানের কথা বারবার বলে শিক্ষিত সমাজ। এবার সেই সুরেই তাল মেলাল মহানগরী। শুক্রবারের পর শনিবারও জোড়া মরণোত্তর অঙ্গদানের (Dual Organ donation) নজির শহরে। রিজিওনাল অর্গান অ‌্যান্ড ট্রান্সপ্লান্ট (Regional Organ and Transplant) এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। দুটির মধ্যে একটি অঙ্গদান হয়েছে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital),অপরটি কলকাতার অ‌্যাপোলো হাসপাতালে ।

যত সময় এগোচ্ছে ততই চক্ষুদানের পাশাপাশি মৃত্যুর পর অঙ্গদানেও এগিয়ে আসছে পরিবার। গত ৬ ডিসেম্বর কাজ থেকে বাড়ি যাওয়ার পথে বাইকের ধাক্কায় গুরুতর আহত হন বছর আটত্রিশের শ্যামসুন্দর দাস। দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেই রাতেই এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়। কিন্তু মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসকরা চেষ্টা করলেও শেষমেশ কোনও লাভ হয় নি। শুক্রবার রাতে চিকিৎসকরা জানান শ্যামসুন্দরের ব্রেন ডেথ (Brain death)হয়েছে। এরপরই মৃতের দুটি কিডনি, লিভার, দুটি চোখের কর্নিয়া দানের সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। পরেরদিন অর্থাৎ শনিবারই কলকাতার (Kolkata) অ‌্যাপোলো হাসপাতালে বরানগরের বাসিন্দা তারক দত্তের অঙ্গদান হয়। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে শুক্রবার তাঁর ব্রেন ডেথ হয়েছিল বলে পরিবার সূত্রে খবর। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তির দেহে শ্যামসুন্দরের লিভার প্রতিস্থাপন করা হয় । একটি কিডনি যায় শহরের একটি বেসরকারি হাসপাতালে, অপরটি এই হাসপাতালেই চিকিৎসাধীন এক রোগীর দেহে প্রতিস্থাপিত হয়। শ্যামসুন্দরের ফুসফুসে গুরুগ্রামের (Gurugram) মেদান্ত হাসপাতালে পাঠানো হয়েছে। শ্যামসুন্দরের স্ত্রীর অনুমতি নিয়ে এসএসকেএম হাসপাতালে তাঁর ত্বক সংগ্রহ করা হয়েছে।

Related articles

সুপ্রিম নির্দেশে রাজ্যে ফের শুরু ১০০ দিনের কাজ, নবান্নে তৎপরতা তুঙ্গে 

প্রায় তিন বছর পর ফের রাজ্যে শুরু হতে চলেছে কেন্দ্রীয় ১০০ দিনের কাজ (এমজিএনআরইজিএ) প্রকল্প। সুপ্রিম কোর্ট কলকাতা...

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...
Exit mobile version