Monday, August 25, 2025

নির্বাচনের আগে বিজেপি সরকারের দিকে বারবার বিরোধীরা দেশাত্মবোধের হিড়িক তোলার অভিযোগ তুলেছে। সেক্ষেত্রে দেশের নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতেই লড়াই করতে দেখা গিয়েছে বর্তমান কেন্দ্র সরকারে আসীন দলকে। কিন্তু ২০২৪ লোকসভা নির্বাচনের আগে দেশের সেই নিরাপত্তাতেই বিরাট ফাঁক দেখা যাচ্ছে।

লোকসভার চলতি শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় প্রতিরক্ষা (External Affairs) প্রতিমন্ত্রী অজয় ভট্ট একটি প্রশ্নের উত্তরে ভারতীয় নৌসেনার (Indian Navy) কর্মী ঘাটতির কথা ঘোষণা করেন। যেখানে দেখা যাচ্ছে সেইলর (Sailors) পদেই প্রায় ১০ হাজার সেনার ঘাটতি। ঘাটতির সঠিক সংখ্যা ৯১১৯। এমনকি অফিসার (Officers) পদেও ব্যাপক ঘাটতি, ১৭৭৭ অফিসারের পদ খালি পড়ে রয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রকের পরিসংখ্যানই বলছে গত দুবছরে নৌসেনায় সেনা ভর্তির সংখ্যাটা যথেষ্টই কম। ২০২১ সালে অফিসার পদে নিয়োগ হয় ৩২৩ জন, সেইলর পদে ৫৫৪৭ জন। ২০২২ সালে নিয়োগ হয় অফিসার পদে ৩৮৬ জন, সেইলর পদে ৫১৭১ জন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ২০২৩ সালে যদি এই একই হারে নিয়োগ হয় তাহলে কোনও ভাবেই পূরণ হবে না ভারতীয় নৌসেনার এত শূন্যপদ।

যে নিরাপত্তা ও সেনাবাহিনী নিয়ে বিজেপি সরকারের এত অহঙ্কার, সেখানেই নৌবাহিনীর ক্ষেত্রে এই ফাঁক কী এত বছর ধরে চোখে পড়েনি মোদি সরকারের। না কী ইচ্ছাকৃতভাবেই বরাবর নৌসেনায় নিয়োগ কম করা হয় এই সরকারের জমানায়, উঠছে প্রশ্ন। তবে প্রায় সাড়ে ৭ হাজার কিমি বিস্তৃত উপকূলীয় একটি দেশে নৌবাহিনীতে সেনার সংখ্যায় ঘাটতি থাকা দেশকে কতটা নিরাপত্তা দেবে, তা নিয়েও থাকছে সংশয়।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version