Tuesday, August 26, 2025

বাংলার দাবি আদায়ে ১৮-১৯-২০ ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narenda Modi) সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার, আলিপুরদুয়ারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে সেই বিষয়ে জানিয়ে হুঙ্কার দিয়ে মমতা বলেন, “হয় বকেয়া টাকা দিন, নয় গদি ছাড়ুন!”

তিনি যা প্রতিশ্রুতি দেন, তা রাখেন। কিন্তু দিল্লির বিজেপি সরকার রাখে না। এই বিষয় নিয়েই এদিন সুর চড়ান মুখ্যমন্ত্রী। বলেন, ”বিজেপি কথা দিয়ে কথা রাখে না। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি এখানে এসে সব বন্ধ চা বাগান খুলে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ভোট মিটে যাওয়ার পর কথা রাখেনি। আমরা যা কথা দিই তা রাখি।” সামনেই লোকসভা নির্বাচন। তার আগে ফের একই নাকট করবে বিজেপি-সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ”ফের আবার নাটক শুরু হবে। এদের বিশ্বাস করবেন না। কোভিডের সময় বিনামূল্যে কিছু রেশন দিয়েছিল। তারপর বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা বন্ধ করিনি। এটা আমাদের চলতে থাকবে। আমি চাই সকলে ভাল থাকুন।”

এরপরেই দিল্লি যাওয়ার কর্মসূচি জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”১৮, ১৯, ২০ তারিখ প্রধানমন্ত্রীর সময় চেয়েছি। আশা করি প্রধানমন্ত্রী নিশ্চয় সময় দেবেন। আমার সঙ্গে বাংলার আরও কিছু সাংসদ যাবেন, তাঁরা বাংলার জন্য টাকা চাইবেন। ১ লাখ ১৫ হাজার কোটি টাকা আমাদের পাওনা আছে কেন্দ্রের থেকে। এই টাকা পেলে আমরা বাংলার মানুষের জন্য আরও কত কাজ করতে পারতাম।” মমতার হুঙ্কার, ”হয় টাকা দিন, না হলে গদি ছাড়ুন।”

মুখ্যমন্ত্রীর অভিযোগ, জিএসটি বাবদ বাংলা থেকে টাকা নিয়ে যাচ্ছে কেন্দ্র। অথচ  ১০০ দিনের কাজ, আবাস যোজনা, গ্রামীণ রাস্তা এমনকী স্বাস্থ্য প্রকল্পের প্রাপ্যও মোদি সরকার বাংলাকে দিচ্ছে না। এই বিষয়েই কথা বলতে প্রধানমন্ত্রী সময় চেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি সময় দিলে ভালো। না হলেও বাংলার দাবি আদায়ে ওই সময় দিল্লি যাবেন বলে সাফ জানিয়ে দেন মমতা (Mamata Banerjee)।

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version