Saturday, May 3, 2025

গেরুয়া প্রভাবে পরিবারতন্ত্রেই আস্থা মায়াবতীর! লোকসভার আগে দলের নতুন কোঅর্ডিনেটর ঘোষণা

Date:

লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত বিএসপি-র। রবিবার, দলের পরবর্তী জাতীয় কোঅর্ডিনেটরের নাম ঘোষণা করে দিলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী (Mayawati)। আর সেই ঘোষণাতে পরিবারতন্ত্রের ছাপ স্পষ্ট। জাতীয় কোঅর্ডিনেটর (Co-ordinator) করা হল বেহেনজির ভাইয়ের ছেলে আকাশ আনন্দকে।

একসময় ভারতের রাজনীতিতে পরিবারতন্ত্র নিয়ে সরব ছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীই (Mayawati)। বর্তমানে তাঁর দল উত্তরপ্রদেশের ক্ষমতায় না থাকলেও এই রাজ্যে তাঁদের ১০ জন সাংসদ রয়েছেন। তবে এই রাজ্যের বাইরে উত্তর ভারতের কয়েকটি রাজ্যে এই কংগ্রেস-বিজেপি বিরোধী দলের সামান্য প্রভাব রয়েছে। লোকসভা ভোটের আগে সেই রাজ্যগুলিতে সমন্বয় গড়ে তুলতেই রবিবার বৈঠকে বসেছিল BSP-র শীর্ষ নেতৃত্ব। সেখানেই ‘উত্তরাধিকারী’ হিসেবে ২৮ বছরের আকাশের নাম ঘোষণা করেন মায়াবতী।

তবে পরিবারতন্ত্র বিএসপিতে প্রথম নয়। ২০১৯ সালেও ভাই আনন্দ কুমারকে জাতীয় সহসভাপতি বেছে নিয়েছিলেন দলের সুপ্রিমো। সেবারের ভোটে গুরুত্বপূর্ণ মুখ হিসেবে উঠে এসেছিলেন আকাশ আনন্দও। আকাশের স্থলাভিষেক যে সময়ের অপেক্ষা তার ইঙ্গিত কিছুদিন ধরেই পাওয়া যাচ্ছিল। উত্তর ভারতের রাজ্যগুলির বিধানসভা নির্বাচনের পর দলীয় সংগঠন মজবুত করার কাজ শুরু করেছিলেন মায়াবতী। শনিবারই বহিষ্কার করা হয় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর পাশে দাঁড়ানো বিএসপি নেতা দানিশ আলিকে। লোকসভা ভোটের আগে বিজেপির দিকে হেলে থাকলেও দলের রাশ কোনওভাবেই আলগা করতে চান না বেহেনজি, তা আকাশের পদাধিকার থেকেই বোঝা যাচ্ছে।


Related articles

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version