পূ্র্ব মেদিনীপুরের আরও একটি সমবায় নির্বাচনে জোড়াফুলের বি.পুল জয়! খালি হাতেই ফিরল রাম-বাম জোট

লোকসভা ভোটের আগে ফের বাজিমাৎ তৃণমূলের। আরও একবার রাম-বাম জোটকে হারিয়ে বাজিমাত করল তৃণমূল। পূর্ব মেদিনীপুরের এগরা ১ নম্বর ব্লকের কৌড়দা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করল তৃণমূল শিবির। সমিতির মোট ৮ টি আসনের মধ্যে ২ জন মহিলা প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। বাকি ৬টি আসনে নির্বাচন হয়। তার মধ্যে তৃণমূলের ৬ জন প্রার্থী এবং বিরোধী জোটের ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। কিন্তু বিরোধী জোটকে পরাজিত করে সবকটি আসনেই তৃণমূল জয়লাভ করেছে। এক প্রকার খালিহাতে বিরোধীদের ফিরতে হল বাড়ি। ফল প্রকাশ হতেই আবির খেলায় মেতে ওঠেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। প্রসঙ্গত, ২০২১ সালের পর থেকে লাগাতার সমবায় সমিতির নির্বাচনে তূণমূলের জয় এসেছে। তৃণমূল যে সারা বছর মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করে তার বার্তাই দিল এদিনের এই ফলাফল।

আরও পড়ুন- সোমবার জলপাইগুড়িতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা এবং পরিষেবা প্রদান মুখ্যমন্ত্রীর

Previous articleস্বপ্নপূরণ ট‍্যাক্সিচালকের মেয়ে কীর্থনার, নাম লেখালেন মুম্বই ইন্ডিয়ান্সে
Next articleভিলেন বৃষ্টি, বাতিল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম‍্যাচ