সোমবার জলপাইগুড়িতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা এবং পরিষেবা প্রদান মুখ্যমন্ত্রীর

সোমবার জলপাইগুড়ি জেলার বানারহাটে একাধিক সরকারি পরিষেবা প্রদান করেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বানারহাট তরুণ সংঘ মাঠে মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে সেজে উঠেছে বানারহাট। এই সভা থেকে পাট্টা প্রদান করবেন তিনি। পাশাপাশি বেশ কিছু প্রকল্পের শিলান্যাস এবং বেশ কিছু প্রকল্পেরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এদিন জেলার প্রায় ৫০০০ মানুষকে পাট্টা প্রদান করবেন তিনি। তার মধ্যে অধিকাংশই চা-বাগান শ্রমিক। এছাড়াও জেলায় প্রত্যেক এলাকার কিছু কিছু মানুষের হাতে পাট্টা তুলে দেওয়া হবে। মূলত যাদের নিজস্ব জমি নেই এবং যাদের প্রয়োজন তাদেরকেই পাট্টা দেওয়া হবে।

সোমবার পাট্টা ছাড়াও জেলায় জলস্বপ্ন প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ময়নাগুড়ি মিউনিসিপালিটির সলিড ওয়েষ্ট ম্যানেজমেন্ট প্রকল্পের শিলান্যাসও করবেন। ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় এই প্রকল্প হচ্ছে। ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির গড়া একটি ভবন উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এই ভবনে সব রকম অনুষ্ঠান করতে পারবেন সাধারণ মানুষ।এছাড়াও আরো কিছু সরকারী পরিষেবা প্রদান করবেন তিন। এদিন কিছু মানুষের হাতে নিজেই পাট্টা তুলে দেবেন। বাকীদের সরকারী আধিকারিকরা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে। বেলা ১২ টায় এই অনুষ্ঠান শুরু হবে। বানারহাটের সভা শেষ করে এদিনই তিনি শিলিগুড়িতে চলে যাবেন। উত্তরকন্যায় থেকে পরশু অর্থাৎ শিলিগুড়িতে ফের একটি সরকারী অনুষ্ঠানে যোগ দিয়ে ওইদিনই কলকাতা ফিরে যাবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- KIFF 2023: বিনোদন ছাড়া কৌতুক চরিত্রের গুরুত্ব খুঁজল সিনে আড্ডা

Previous articleKIFF 2023: বিনোদন ছাড়া কৌতুক চরিত্রের গুরুত্ব খুঁজল সিনে আড্ডা
Next articleস্বপ্নপূরণ ট‍্যাক্সিচালকের মেয়ে কীর্থনার, নাম লেখালেন মুম্বই ইন্ডিয়ান্সে