স্বপ্নপূরণ ট‍্যাক্সিচালকের মেয়ে কীর্থনার, নাম লেখালেন মুম্বই ইন্ডিয়ান্সে

গত বারের চ্যাম্পিয়ন দল তাঁকে কিনে নেওয়ায় আগ্রহের কেন্দ্রে উঠে।  এসেছেন কীর্থনা। কীর্থনা মহিলাদের আইপিএলে দল পাওয়ায় সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন দীনেশ কার্তিক

এ যেন স্বপ্নপূরণের মুহূর্ত। বলা স্বপ্নপূরণের প্রথম ধাপ। যার কথা বলা হচ্ছে তিনি হলেন ২৩ বছরের কীর্থনা বালাকৃষ্ণান। আসন্ন উইমেন্স প্রিমিয়ার লিগে ২৩ বছরের কীর্থনা নাম লেখালেন অন্যতম দল মুম্বই ইন্ডিয়ান্সে। নিলামের তাঁকে ১০ লাখ টাকার বিনিময়ে তুলে নেয় গতবারের চ্যাম্পিয়ন দল। তামিলনাড়ুর প্রথম ক্রিকেটার হিসাবে কীর্থনা খেলবেন উইমেন্স প্রিমিয়ার লিগে।

বাবা পেশায় ট্যাক্সিচালক। ছোট্ট বেলা থেকেই স্বপ্ন দেখতেন পাখা মেলে উড়ার। আর সেটা ক্রিকেটের হাত ধরে। এদিন যেন সেই স্বপ্নপূরণ হলো। ভারতের মহিলা ক্রিকেটেও তেমন বড় নাম নন কীর্থনা। তিনি উঠে এসেছেন প্রাক্তন ক্রিকেটার অভিনব মুকুন্দের বাবা টিএস মুকুন্দের ক্রিকেট অ্যাকাডেমি থেকে। বল হাতে বিক্ষিপ্ত কিছু সাফল্য পেলেও ব্যাট হাতে তেমন কিছু করে দেখাতে পারেননি এখনও। তবু গত বারের চ্যাম্পিয়ন দল তাঁকে কিনে নেওয়ায় আগ্রহের কেন্দ্রে উঠে।  এসেছেন কীর্থনা। কীর্থনা মহিলাদের আইপিএলে দল পাওয়ায় সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন দীনেশ কার্তিক।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে কি নেতৃত্বে রোহিতই, কী বললেন বোর্ড সচিব?

 

Previous articleসোমবার জলপাইগুড়িতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা এবং পরিষেবা প্রদান মুখ্যমন্ত্রীর
Next articleপূ্র্ব মেদিনীপুরের আরও একটি সমবায় নির্বাচনে জোড়াফুলের বি.পুল জয়! খালি হাতেই ফিরল রাম-বাম জোট