Sunday, August 24, 2025

নিম্নচাপ সরতেই ধীরে ধীরে পারদ পতন হচ্ছে বাংলায় (West Bengal)। যার জেরে বাংলায় শীতের ইনিংস শুরু হয়ে গেল। কলকাতার (Kolkata) পারদ নামল ১৮-এর নীচে। রবিবার শহরের তাপমাত্রা (Temperature) ১৭.৩! তবে সোমবার ১৬ এর ঘরে নামতে পারে পারদ। শুক্রবার তাপমাত্রা ছিল ১৯.৪, শনিবার ছিল  ১৮.৬ অর্থাৎ ৪৮ ঘন্টায় ২ ডিগ্রি নামল তাপমাত্রা। অন্যদিকে ইতিমধ্যে সান্দাকফু ও দার্জিলিংয়ের কয়েকটি এলাকায় বছরের প্রথম তুষারপাত হয়েছে। এরপর থেকেই শৈল শহরে ক্রমশ ভিড় বাড়ছে পর্যটকদের। মেঘ সরে গিয়ে রোদ উঠতেই জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে উত্তরে।

 

রবিবার আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরের নীচের দিকে জেলাগুলি, যেমন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে শীতের দাপট চলবে। রবিবার সকালে সেখানে বিস্তীর্ণ এলাকা কুয়াশার চাদরে মুড়ে গিয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে, এদিনই উত্তরবঙ্গের শীতলতম দিন। ভোর থেকেই ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। কুয়াশার জেরে যান চলাচলেও সমস্যা হচ্ছে।

এদিকে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হবে না। সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। হাওয়া অফিস বলেছে, এই কয়েকদিন কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রির আর সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির আশপাশে থাকতে পারে।

 

 

 

 

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version