Thursday, August 21, 2025

কানাডার (Canada) ওন্টারিওতে (Ontatio) দুই ভারতীয় নাগরিকের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেশ করল কানাডা পুলিশ। তাদের দাবি, ২১ নভেম্বর রাতে শুটআউটে (shootout) দুই ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় টার্গেট করে গুলি চালানো হয়েছিল। তবে মৃত দুজনই টার্গেট ছিলেন কি না সেই বিষয়টি খতিয়ে দেখছে তারা। প্রায় ৩০ রাউন্ড গুলি চালানো হয় সেই রাতে।

জগতর সিং ও তাঁর স্ত্রী হরভজন কওর কানাডার ওন্টারিও প্রদেশে ছেলেমেয়ের কাছে বেড়াতে গিয়েছিলেন। ২১ নভেম্বর রাতে ঘুমাতে যাওয়ার আগে কিছু দুষ্কৃতী তাঁদের বাড়ি ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়। ওন্টারিও পুলিশ বাড়িতে পৌঁছে জগতর সিং (৫৭)কে মৃত অবস্থায় পায়। হরভজন কওর (৫৫) ও তাঁদের মেয়েকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে মৃত্যু হয় হরভজনের। ট্রমা (trauma) কেয়ারে এখনও মৃত্যুর সঙ্গে লড়ছে তাঁদের মেয়ে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে হরভজনের শরীরেই প্রায় ২০টি বুলেট (bullet) পাওয়া গিয়েছে। আততায়ীরা সংখ্যায় অনেকে ছিলেন। টার্গেট করেই প্রায় ৩০টি বুলেট ছোঁড়া হয়। তবে যাদের ওপর গুলি চালানো হয়েছিল তারাই টার্গেট ছিল কি না সে বিষয়ে এখনও তদন্ত চালাচ্ছে পুলিশ।

Related articles

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...
Exit mobile version