Sunday, November 16, 2025

নার্গিসকে সম্মান নোবেল কমিটি, সন্তানের কণ্ঠে মৌলবাদ বিরোধী বার্তা নোবেলজয়ীর

Date:

ইরানের নারী স্বাধীনতার বিরুদ্ধে লড়াই করে জেলবন্দি হয়েছেন নার্গিস সাফি মহাম্মদি। আর এই আন্দোলনের জন্যই জেলে বসেই পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার। এহেন নার্গিসকে ঠিক যতখানি অসম্মান দেখিয়েছে ইরান সরকার, ঠিক ততখানিই সম্মান দেখালো নোবেল কমিটি। নরওয়ের ওসলো শহরে নোবলের মঞ্চে ছিল ইরানের হিজাব বিরোধী আন্দোলনের মুখ নার্গিসের পোর্ট্রেট। সমাজকর্মীকে কুর্নিশ জানাতে ফাঁকা রাখা হয়েছিল একটি চেয়ার। এরপর নোবেল মঞ্চে নার্গিসের ঐতিহাসিক ভাষণ পাঠ করে গোটা বিশ্বকে নারীর অধিকার নিয়ে বার্তা দিলেন নোবেলজয়ী। নিন্দা করলেন “অত্যাচারী, নারী বিরোধী” মৌলবাদী সরকারের। বিশ্বমঞ্চে মুখ পড়ল ইরানের।

ইরান সরকারের কোপের মুখে পড়ে বার বার গ্রেপ্তারি, দিনের পর দিন জেলবন্দি হয়েছেন নার্গিস। বর্তমানে জেলই ঠিকানা তাঁর। ‘কারাগারের উঁচু, ঠান্ডা দেয়ালের আড়াল থেকে’ শিরোনামে এদিন বিশ্বকে বার্তা দিয়ে নার্গিস বলেন, আমি মধ্যপ্রাচ্যের মেয়ে। বিরাট ঐতিহ্যশালী এক সভত্যার প্রতিনিধি। আজ যে অঞ্চল যুদ্ধ, সন্ত্রাসবাদ আর মৌলবাদের ফাঁদে পড়েছে।” তিনি আরও বলেন, “ইরানের নারী হিসেবে আমি গর্বিত। যদিও বর্তমানে সেই দেশ এক স্বৈরাচারী মৌলবাদী সরকারের তীব্র নিপীড়নের মুখে।” তবে তিনি আশাবাদী, ইরানের মানুষ যাবতীয় প্রতিবন্ধকতাকে অতিক্রম করবেই। ইরানের বেগম রোকেয়া তিনি।

উল্লেখ্য, নারী স্বাধীনতার অন্যতম মুখ ৫১ বছর বয়সি নার্গিস আন্দোলনের জেরে একাধিক ইরানের প্রশাসনের হেনস্থার মুখে পড়েছেন। সবমিলিয়ে গ্রেফতার হয়েছেন ১৩ বার। ৫টি অভিযোগে ইতিমধ্যেই তাঁকে দোষী সাব্যস্ত করেছে ইরানের আদালত। এখনও ১৫৪টি অভিযোগ রয়েছে নার্গিসের বিরুদ্ধে। আপাতত ৩১ বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি।

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version