Tuesday, August 26, 2025

নার্গিসকে সম্মান নোবেল কমিটি, সন্তানের কণ্ঠে মৌলবাদ বিরোধী বার্তা নোবেলজয়ীর

Date:

ইরানের নারী স্বাধীনতার বিরুদ্ধে লড়াই করে জেলবন্দি হয়েছেন নার্গিস সাফি মহাম্মদি। আর এই আন্দোলনের জন্যই জেলে বসেই পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার। এহেন নার্গিসকে ঠিক যতখানি অসম্মান দেখিয়েছে ইরান সরকার, ঠিক ততখানিই সম্মান দেখালো নোবেল কমিটি। নরওয়ের ওসলো শহরে নোবলের মঞ্চে ছিল ইরানের হিজাব বিরোধী আন্দোলনের মুখ নার্গিসের পোর্ট্রেট। সমাজকর্মীকে কুর্নিশ জানাতে ফাঁকা রাখা হয়েছিল একটি চেয়ার। এরপর নোবেল মঞ্চে নার্গিসের ঐতিহাসিক ভাষণ পাঠ করে গোটা বিশ্বকে নারীর অধিকার নিয়ে বার্তা দিলেন নোবেলজয়ী। নিন্দা করলেন “অত্যাচারী, নারী বিরোধী” মৌলবাদী সরকারের। বিশ্বমঞ্চে মুখ পড়ল ইরানের।

ইরান সরকারের কোপের মুখে পড়ে বার বার গ্রেপ্তারি, দিনের পর দিন জেলবন্দি হয়েছেন নার্গিস। বর্তমানে জেলই ঠিকানা তাঁর। ‘কারাগারের উঁচু, ঠান্ডা দেয়ালের আড়াল থেকে’ শিরোনামে এদিন বিশ্বকে বার্তা দিয়ে নার্গিস বলেন, আমি মধ্যপ্রাচ্যের মেয়ে। বিরাট ঐতিহ্যশালী এক সভত্যার প্রতিনিধি। আজ যে অঞ্চল যুদ্ধ, সন্ত্রাসবাদ আর মৌলবাদের ফাঁদে পড়েছে।” তিনি আরও বলেন, “ইরানের নারী হিসেবে আমি গর্বিত। যদিও বর্তমানে সেই দেশ এক স্বৈরাচারী মৌলবাদী সরকারের তীব্র নিপীড়নের মুখে।” তবে তিনি আশাবাদী, ইরানের মানুষ যাবতীয় প্রতিবন্ধকতাকে অতিক্রম করবেই। ইরানের বেগম রোকেয়া তিনি।

উল্লেখ্য, নারী স্বাধীনতার অন্যতম মুখ ৫১ বছর বয়সি নার্গিস আন্দোলনের জেরে একাধিক ইরানের প্রশাসনের হেনস্থার মুখে পড়েছেন। সবমিলিয়ে গ্রেফতার হয়েছেন ১৩ বার। ৫টি অভিযোগে ইতিমধ্যেই তাঁকে দোষী সাব্যস্ত করেছে ইরানের আদালত। এখনও ১৫৪টি অভিযোগ রয়েছে নার্গিসের বিরুদ্ধে। আপাতত ৩১ বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি।

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version