Friday, November 21, 2025

বন্দিদের জীবিত ফেরানো হবে না: হামাসের হুমকির জবাবে গাজায় ফের হামলা ইজরায়েলের

Date:

Share post:

যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ফের নতুন অরে শুরু হয়েছে যুদ্ধ। বন্ধ হয়েছে বন্দি বিনিময়ও। এই পরিস্থিতিতে ইজরায়েলকে হুঁশিয়ারি দিয়ে হামাসের তরফে জানানো হয়েছে, ইজরায়েলি বন্দিদের জীবিত ফেরানো হবে না। হামাসের এহেন হুঁশিয়ারির পর নতুন করে দক্ষিণ গাজায় ফের হামলা শুরু করল ইজরায়েল। সোমবার সকাল থেকে দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ইজরায়েলি সেনা ফের হামলা শুরু করেছে।

সম্প্রতি ইজরায়েলকে হুঁশিয়ারি দিয়ে একভিডিও বার্তায় হামাসের মুখপাত্র আবু ওবেইদা জানান, তাঁদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত কোনও বন্দি গাজা থেকে বেঁচে ফিরতে পারবে না। ওবেইদা একথাও বলেন, “শত্রুপক্ষের লক্ষ্যই হল আমাদের প্রতিরোধ ভেঙে ফেলা। কিন্তু আমরা আমাদের মাটি রক্ষা করতে এই পবিত্র লড়াই চালিয়ে যাব। বর্বর দখলদারদের বিরুদ্ধে আমাদের লড়াই করা ছাড়া কোনও উপায় নেই।” হামাসের এই হুঁশিয়ারির পর থেকেই গাজার মাটিতে বেলাগাম হামলা শুরু করেছে ইজরায়েল সেনা। অন্যদিকে, ইজরায়েলের সেনা একটি পরিত্যক্ত বাড়িতে ঢুকে সুড়ঙ্গের খোঁজ করার সময়ে বাড়িটিকেই বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে বলে দাবি করে প্যালেস্টাইনের আর এক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জেহাদ।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইজরায়েল। গত ২৪ ঘণ্টায় ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ৩০০ জনের। এখনও পর্যন্ত নিহত প্যালেস্তাইনির সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গিয়েছে। এর মাঝে ৭ দিন যুদ্ধবিরতি পর গত ১ ডিসেম্বর থেকে ফের যুদ্ধ শুরু হয়। মাঝের ওই এক সপ্তাহে হামাস ১০৫ জন বন্দিকে মুক্তি দিয়েছিল। তার মধ্যে ৮০ জন ছিলেন ইজরায়েলের। অন্যদিকে, ২৪০ জন প্যালেস্তাইনিকে মুক্তি দেয় বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ।

spot_img

Related articles

পূর্ব ভারত জুড়ে ভূমিকম্পে আতঙ্ক: বাংলার উত্তর থেকে দক্ষিণে অনুভূত কম্পন

শুক্রবার সকালে আচমকাই কেঁপে উঠল বাংলাদেশসহ পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্প অনুভূত হয় বাংলার বিস্তীর্ণ এলাকায়। প্রায় দেড়...

গাড়িচালকের মোবাইলে মারের ফুটেজ: দত্তাবাদ খুনে আগাম জামিন আবেদন ‘অভিযুক্ত’ বিডিও-র

রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ ক্রমশ জোরালো হচ্ছে। সেই সঙ্গে আগাম জামিনের পথে গিয়ে নিজের গ্রেফতারির...

এসএসসি ভেরিফিকেশনে অনুপস্থিত উত্তীর্ণরা: খুলবে অনুত্তীর্ণদের পথ!

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করতে সচেষ্ট স্কুল সার্ভিস...

নিম্নচাপের কাঁটা: তাপামাত্রা বৃদ্ধি ও বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্ত এবার জাঁকিয়ে শীতের প্রবেশে সবথেকে বড় বাধা। পশ্চিমের ঠাণ্ডা বাতাস, বঙ্গোপসাগরের (Bay of...