ধূপগুড়ি মহকুমার বিষয়ে আটকে আদালতে: জলপাইগুড়ির সভা থেকে মুখ্যসচিবকে কী নির্দেশ মুখ্যমন্ত্রীর

উপনির্বাচনে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িকে আলাদা মহকুমা করার বিষয়ে সরকারের সঙ্গে কথা বলার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishk Banerjee)। উপনির্বাচনের পরেই ধূপগুড়িকে আলাদা মহকুমার সিদ্ধান্তে সিলমোহর দেয় রাজ্য মন্ত্রিসভা। কিন্তু এখনও পর্যন্ত আদালতে পড়ে রয়েছে। সোমবার জলপাইগুড়ি জেলার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকেই সে বিষয়ে উদ্যোগী হতে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

ভোটের প্রচারে গিয়ে ধূপগুড়িকে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে মহকুমা করার কথা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গত ১১ সেপ্টেম্বর নবান্ন থেকে ধূপগুড়িকে নতুন মহকুমা হিসাবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তার পর তা পাশ হয় রাজ্য মন্ত্রিসভায়। কিন্তু নানা প্রশাসনিক কাজের জন্য আদালতে আটকে রয়েছে। এই বিষয়ে উদ্যোগী হতে মুখ্যসচিবকে নির্দেশ দেন মমতা (Mamata Banerjee)।


Previous articleমানসিক অ.বসাদ থেকে আ.ত্মহত্যা নবম শ্রেণির ছাত্রীর
Next articleবন্দিদের জীবিত ফেরানো হবে না: হামাসের হুমকির জবাবে গাজায় ফের হামলা ইজরায়েলের