Saturday, August 23, 2025

বৃষ্টির কারণে হয়নি ম‍্যাচ, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ব‍্যবস্থাপনার উপর ক্ষু.ব্ধ গাভাস্কর

Date:

রবিবার বৃষ্টির কারণে ভেস্তে যায় ভারত ও দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম‍্যাচ। টসই করা যায়নি ম‍্যাচে। আর এই নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ব্যবস্থাপনার উপর ক্ষোভ প্রকাশ করলেন ভারতের প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কর। তিনি বলেন, পুরো মাঠ না ঢাকতে পারাটা চরম ব্যর্থতা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের জন্য।

এই নিয়ে সম্প্রচারকারক সংস্থাকে গাভাস্কর বলেন, “যদি মাঠ ঢাকা না হয় এবং বৃষ্টি থামে, তাহলে অন্তত এক ঘন্টার মধ্যে খেলা শুরু করা যাবে না। তার মধ্যে হঠাৎ আবার বৃষ্টি চলে আসে। প্রত্যেকে প্রচুর অর্থ পাচ্ছে, সেটি দিয়ে কোনও ভুল করা যাবে না। প্রতিটা ক্রিকেট বোর্ডের প্রচুর অর্থ রয়েছে। যদি তারা বলে যে তারা পাচ্ছে না, তারা মিথ্যা বলছে। হয়ত বিসিসিআইয়ের মত অর্থ তারা পাচ্ছে না। কিন্তু পুরো মাঠ ঢাকার জন্য কভার কেনার অর্থ তো সব বোর্ডেরই থাকবে।”

এরপর গাভাস্কর উদাহরণ দেন ইডেন গার্ডেন্সের, যেখানে পুরো মাঠ ঢেকে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এই নিয়ে গাভাস্কর প্রশংসা করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের, যিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হিসেবে এই ব্যবস্থাপনা করেছিলেন। এই নিয়ে গাভাস্কর বলেন, “বোর্ডগুলিকে এবার থেকে পুরো মাঠ ঢাকার দায়িত্ব নিতে হবে। কোনও অজুহাত দিলে চলবে না। আমার মনে আছে ইডেন গার্ডেন্সে একটি টেস্ট ম্যাচে কিছু সমস্যা হয়েছিল, যার জন্য খেলা শুরু হচ্ছিল না। পরের ম্যাচে, ইডেন গার্ডেন্সের পুরো মাঠ ঢেকে গিয়েছে। এই ধরণের উদ্যোগ নিতে হবে আপনাদের। সৌরভ গঙ্গোপাধ্যায় সেই সময়ে দায়িত্বে ছিলেন এবং খেয়াল রাখতেন যাতে কেউ ইডেন গার্ডেন্সের দিকে আঙুল না তুলতে পারেন।”

আরও পড়ুন:পরপর শূন‍্য রানে আউট হয়েও পাতে হাঁসের মাংস দেওয়া হয়েছিল গম্ভীরকে, কিন্তু কেন?

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version