Sunday, August 24, 2025

বৃষ্টির কারণে হয়নি ম‍্যাচ, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ব‍্যবস্থাপনার উপর ক্ষু.ব্ধ গাভাস্কর

Date:

রবিবার বৃষ্টির কারণে ভেস্তে যায় ভারত ও দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম‍্যাচ। টসই করা যায়নি ম‍্যাচে। আর এই নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ব্যবস্থাপনার উপর ক্ষোভ প্রকাশ করলেন ভারতের প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কর। তিনি বলেন, পুরো মাঠ না ঢাকতে পারাটা চরম ব্যর্থতা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের জন্য।

এই নিয়ে সম্প্রচারকারক সংস্থাকে গাভাস্কর বলেন, “যদি মাঠ ঢাকা না হয় এবং বৃষ্টি থামে, তাহলে অন্তত এক ঘন্টার মধ্যে খেলা শুরু করা যাবে না। তার মধ্যে হঠাৎ আবার বৃষ্টি চলে আসে। প্রত্যেকে প্রচুর অর্থ পাচ্ছে, সেটি দিয়ে কোনও ভুল করা যাবে না। প্রতিটা ক্রিকেট বোর্ডের প্রচুর অর্থ রয়েছে। যদি তারা বলে যে তারা পাচ্ছে না, তারা মিথ্যা বলছে। হয়ত বিসিসিআইয়ের মত অর্থ তারা পাচ্ছে না। কিন্তু পুরো মাঠ ঢাকার জন্য কভার কেনার অর্থ তো সব বোর্ডেরই থাকবে।”

এরপর গাভাস্কর উদাহরণ দেন ইডেন গার্ডেন্সের, যেখানে পুরো মাঠ ঢেকে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এই নিয়ে গাভাস্কর প্রশংসা করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের, যিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হিসেবে এই ব্যবস্থাপনা করেছিলেন। এই নিয়ে গাভাস্কর বলেন, “বোর্ডগুলিকে এবার থেকে পুরো মাঠ ঢাকার দায়িত্ব নিতে হবে। কোনও অজুহাত দিলে চলবে না। আমার মনে আছে ইডেন গার্ডেন্সে একটি টেস্ট ম্যাচে কিছু সমস্যা হয়েছিল, যার জন্য খেলা শুরু হচ্ছিল না। পরের ম্যাচে, ইডেন গার্ডেন্সের পুরো মাঠ ঢেকে গিয়েছে। এই ধরণের উদ্যোগ নিতে হবে আপনাদের। সৌরভ গঙ্গোপাধ্যায় সেই সময়ে দায়িত্বে ছিলেন এবং খেয়াল রাখতেন যাতে কেউ ইডেন গার্ডেন্সের দিকে আঙুল না তুলতে পারেন।”

আরও পড়ুন:পরপর শূন‍্য রানে আউট হয়েও পাতে হাঁসের মাংস দেওয়া হয়েছিল গম্ভীরকে, কিন্তু কেন?

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version