অশোকনগরে সন্ধান পাওয়া খনিজ তেল আন্তর্জাতিক চাহিদা সম্পন্ন, জহর সরকারের প্রশ্নের উত্তরে জানালেন পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী

পশ্চিমবঙ্গের অশোকনগরে মাটির নিচে যে তেলের সন্ধান পাওয়া গিয়েছে তা আন্তর্জাতিক চাহিদা সম্পন্ন এবং আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট (এ পিআই) এর মাধ্যাকর্ষণ ৪০-৪১º সহ হালকা এবং
বম্বে হাই এবং ব্রেন্ট ক্রুড ওয়েলের মত প্রায় একই রকম। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকারের প্রশ্নের উত্তরে জানালেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি।

রাজ্যসভায় তিনি আরও জানিয়েছেন, পশ্চিমবঙ্গের অশোকনগরের কাছে মাটির নিচে যে তেলের সন্ধান পাওয়া গিয়েছিল তা ওএনজিসি দ্বারা পরিচালিত নিউ এক্সপ্লোরেশন লাইসেন্সিং পলিসির অধীনস্থ। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, অশোকনগরের কাছে তেলের সন্ধানে দুটি কূপ খনন করা হয়েছে। যদিও প্রথম কূপটি পরিত্যক্ত এবং দ্বিতীয় কূপটি এখনও অনুসন্ধান ও মূল্যায়ন পর্যায়ে রয়েছে। আরও মূল্যায়নের জন্য, দুটি নতুন কূপ খনন করা হয়েছে এবং এই দুটি কূপে পাওয়া তেলের পরীক্ষা করা হয়েছে ।

আরও পড়ুন- ইউরোপিয়ান ইউনিয়নকে কড়া বার্তা ইউক্রেনের

Previous articleইউরোপিয়ান ইউনিয়নকে কড়া বার্তা ইউক্রেনের
Next article৩৭০ ধারা বাতিল বৈধ ঘোষণার পরেই রাজ্যসভায় পাশ দুই জম্মু-কাশ্মীর বিল