Saturday, January 10, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই সতর্ক নবান্ন, জাতিগত শংসাপত্র নিয়ে বিশেষ বৈঠক মুখ্যসচিবের

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ভুয়ো শংসাপত্র নিয়ে সতর্ক নবান্ন। জেলাশাসক ও বিভিন্ন দফতরের আধিকারিকদের এই বিষয়ে নির্দেশ দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)। এবার দুয়ারে সরকার ক্যাম্পে জাতিগত শংসাপত্রের কাজ করা হবে। বুধবার একাধিক জেলার জেলাশাসক এবং নানা দফতরের সচিবদের নিয়ে বৈঠক করে এই বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন মুখ্যসচিব।

উত্তরবঙ্গের প্রশাসনিক সভা থেকে বারবার জাতিগত শংসাপত্র নিয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুয়ো জাতিগত শংসাপত্র নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টেও। ভুয়ো শংসাপত্র বাতিল রাজ্য কড়া পদক্ষেপ করবে বলে জানান মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে নবান্নের বৈঠকে জাতিগত শংসাপত্রের বিষয়টি আলোচিত হয়। নির্দেশ দেওয়া হয়, জাতিগত শংসাপত্রের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নিয়ম মানতেই হবে। কেন্দ্রের গাইডলাইন (Guide Line) মেনেই দিতে হবে জাতিগত শংসাপত্র। এবার যেহেতু দুয়ারে সরকার ক্যাম্পে জাতিগত শংসাপত্রের কাজ করা হবে। সেই কারণে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব আদিবাসী সম্প্রদায়ের মানুষের জাতিগত শংসাপত্র নেই, তাঁদের থেকে প্রয়োজনীয় তথ্য নথি নিয়ে তবেই শংসাপত্র দেওয়ার নির্দেশ দেন মুখ্যসচিব (Harikrishna Dwibedi)। তবে, নিয়মের বেড়াজালে কেউ যেন বঞ্চিত না হন সেদিকেও লক্ষ্য রাখতে বলা হয়েছে।

১৫ ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হবে দুয়ারে সরকার শিবির। সেখানে জাতিগত শংসাপত্র দেওয়া হবে। এখান থেকে অনেকে আবেদনও করতে পারেন। এবার এখানে একটি নতুন পরিষেবা যুক্ত হয়েছে। হর্টিকালচার বিভাগ বা উদ্যান পালন দফতরের একটি প্রকল্প এবারের দুয়ারে সরকারে ক্যাম্পে যোগ হয়েছে বলে সূত্রের খবর। প্রান্তিক এলাকা এবং আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলিতে দুয়ারে সরকারের ক্যাম্পে বিশেষ নজর দেওয়ার বিষয়ে এদিনের বৈঠকে নির্দেশ দেন মুখ্যসচিব। ক্যাম্পে কোনও আবেদনপত্র ফোটোকপি করে বিলি না করার নির্দেশ দেওয়া হয়েছে। এবিষয়ে জেলাশাসকদের সতর্ক করেন মুখ্যসচিব। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত দুয়ারে সরকারের পরিষেবা দেওয়া হবে।


spot_img

Related articles

মেডিক্যাল এমার্জেন্সি! নির্ধারিত সময়ের আগেই মহাকাশ থেকে নভশ্চরদের ফেরাচ্ছে নাসা

গত ২৫ বছরে এমন ঘটনা নজিরবিহীন! মেডিক্যাল এমার্জেন্সি আন্তর্জাতিক স্পেস স্টেশনে। অভিযানের মেয়াদ পূরণ হওয়ার আগেই অসুস্থতাজনিত কারণে...

গোয়া-কেরালার মিলিত সংখ্যার দ্বিগুণ বিদেশী পর্যটক আসছেন বাংলায়!

বিদেশী পর্যটকরা এখন আগ্রা, উদয়পুর, ঋষিকেশ, হাম্পি এমনকি গোয়ার থেকে বেশি আসছেন পশ্চিমবঙ্গে (West Bengal)। এই তথ্য রাজ্য...

একদিনের সিরিজের আগে টি২০ বিশ্বকাপ নিয়ে তিক্ত প্রশ্নের বাউন্সার, কী বললেন গিল?

রবিবার থেকে বরোদায় শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ কিন্তু ভারতীয় ক্রিকেট সার্টিকে টি২০ বিশ্বকাপের প্রবল বাতাস বইতে...

সব ফাইল নেওয়ার অধিকার কে দিল: বিজেপির ‘ভগবান’ ইডি-কে প্রশ্ন সিবলের

যেভাবে বাংলায় নির্বাচনের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে বাংলায় এগিয়ে দিয়ে বাংলার রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করেছে কেন্দ্রের...