Monday, November 17, 2025

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই সতর্ক নবান্ন, জাতিগত শংসাপত্র নিয়ে বিশেষ বৈঠক মুখ্যসচিবের

Date:

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ভুয়ো শংসাপত্র নিয়ে সতর্ক নবান্ন। জেলাশাসক ও বিভিন্ন দফতরের আধিকারিকদের এই বিষয়ে নির্দেশ দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)। এবার দুয়ারে সরকার ক্যাম্পে জাতিগত শংসাপত্রের কাজ করা হবে। বুধবার একাধিক জেলার জেলাশাসক এবং নানা দফতরের সচিবদের নিয়ে বৈঠক করে এই বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন মুখ্যসচিব।

উত্তরবঙ্গের প্রশাসনিক সভা থেকে বারবার জাতিগত শংসাপত্র নিয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুয়ো জাতিগত শংসাপত্র নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টেও। ভুয়ো শংসাপত্র বাতিল রাজ্য কড়া পদক্ষেপ করবে বলে জানান মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে নবান্নের বৈঠকে জাতিগত শংসাপত্রের বিষয়টি আলোচিত হয়। নির্দেশ দেওয়া হয়, জাতিগত শংসাপত্রের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নিয়ম মানতেই হবে। কেন্দ্রের গাইডলাইন (Guide Line) মেনেই দিতে হবে জাতিগত শংসাপত্র। এবার যেহেতু দুয়ারে সরকার ক্যাম্পে জাতিগত শংসাপত্রের কাজ করা হবে। সেই কারণে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব আদিবাসী সম্প্রদায়ের মানুষের জাতিগত শংসাপত্র নেই, তাঁদের থেকে প্রয়োজনীয় তথ্য নথি নিয়ে তবেই শংসাপত্র দেওয়ার নির্দেশ দেন মুখ্যসচিব (Harikrishna Dwibedi)। তবে, নিয়মের বেড়াজালে কেউ যেন বঞ্চিত না হন সেদিকেও লক্ষ্য রাখতে বলা হয়েছে।

১৫ ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হবে দুয়ারে সরকার শিবির। সেখানে জাতিগত শংসাপত্র দেওয়া হবে। এখান থেকে অনেকে আবেদনও করতে পারেন। এবার এখানে একটি নতুন পরিষেবা যুক্ত হয়েছে। হর্টিকালচার বিভাগ বা উদ্যান পালন দফতরের একটি প্রকল্প এবারের দুয়ারে সরকারে ক্যাম্পে যোগ হয়েছে বলে সূত্রের খবর। প্রান্তিক এলাকা এবং আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলিতে দুয়ারে সরকারের ক্যাম্পে বিশেষ নজর দেওয়ার বিষয়ে এদিনের বৈঠকে নির্দেশ দেন মুখ্যসচিব। ক্যাম্পে কোনও আবেদনপত্র ফোটোকপি করে বিলি না করার নির্দেশ দেওয়া হয়েছে। এবিষয়ে জেলাশাসকদের সতর্ক করেন মুখ্যসচিব। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত দুয়ারে সরকারের পরিষেবা দেওয়া হবে।


Related articles

কলকাতার পরে এবার দিল্লি-মুম্বই থেকে চিনে বিমান পরিষেবা চালুর প্রক্রিয়া শুরু এয়ার ইন্ডিয়ার

৬ বছর পরে ফের ভারত (India) ও চিনের (China) মধ্যে আবার বিমান পরিষেবা (Flight Services) শুরু করেছে এয়ার...

ঘাড়ের ব্যথায় বিমান সফরে নিষেধাজ্ঞা, কলকাতাতেই থাকতে হবে গিলকে?

রবিবার রাতেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শুভমান গিল(subhaman gill)। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নন ভারত অধিনায়ক। দ্বিতীয় টেস্টে...

ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইবুনালে হাসিনার ফাঁসির সাজা ‘বিচারহীনতা’! মন্তব্য বাংলাদেশের আইনজীবী রবীন্দ্রনাথের

বাংলাদেশে ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheik Hasina) ফাঁসির সাজা ঘোষণা করেছে। সোমবার এই...

বাতাসে জলীয়বাষ্প কমে স্বস্তি, তবে রাজ্যের দুই অংশে দুরকম আবহাওয়া

বঙ্গোপসাগরের পূর্ব-দক্ষিণ পূর্বে ঘূর্ণাবর্তের জেরে ফের ফের একবার ঊর্ধ্বমুখি বাংলার তাপমাত্রা। ঘূর্ণাবর্তের জেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও...
Exit mobile version