Tuesday, November 11, 2025

কেবিনে স্থানান্তরিত করা হল সুজয়কৃষ্ণকে! কণ্ঠস্বরের নমুনা পেতে নয়া প্ল্যান সাজাচ্ছে ইডি?

Date:

আইসিসিইউ (ICCU) থেকে শেষমেশ কেবিনে (Cabin) স্থানান্তরিত করা হল নিয়োগ মামলায় গ্রেফতার সুজয়কৃষ্ণ ভদ্রকে (Sujay Krishna Bhadra)। মঙ্গলবার রাতেই তাঁকে কেবিনে নিয়ে আসা হয় বলে খবর। আর সুজয়কৃষ্ণ কেবিনে যাওয়ার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে কবে নেওয়া হবে তাঁর গলার স্বরের নমুনা (Voice Sample)? এদিকে তাঁর কেবিনের বাইরে ইতিমধ্যে মোতায়েন রয়েছেন সিআইএসএফ (CISF) জওয়ানরা। গত শুক্রবারই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য আদালতের নির্দেশ মেনে ইএস‌আই জোকা হাসপাতালে সুজয়কৃষ্ণকে নিয়ে যেতে চেয়েছিলেন ইডি আধিকারিকরা। তার আগেই বৃহস্পতিবার মধ্যরাতে অসুস্থতার কারণে তাঁকে কার্ডিওলজির আইসিইউতে স্থানান্তরিত করা হয়।

তবে মেডিক্যাল রিপোর্টের খুঁটিনটির পাশাপাশি তাঁর গতিবিধির উপরও কড়া নজর ইডি আধকারিকদের। এসএসকেএমে তাঁর সঙ্গে কারা দেখা করতে আসছেন সেদিকে কড়া নজর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। আর সেকারণেই তাঁর কেবিনের উপর কড়া নজরদারিতে বসানো হয়েছে সিআইএসএফ আধিকারিকদের। এদিকে মঙ্গলবার সুজয়কৃষ্ণ ভদ্রের জন্য গঠিত হয় মেডিক্যাল বোর্ড। সেই বৈঠক থেকেই আইসিসিইউ থেকে তাঁকে কেবিনে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখন দেখার কবে আবার অভিযুক্তকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যেতে তৎপর হয় ইডি (Enforcement Directorate)।

উল্লেখ্য, ২ মাসের বেশি সময় হয়ে গেলেও সুজয়কৃষ্ণের গলার স্বরের নমুনা পেতে তৎপর ইডি। বিভিন্ন প্ল্যান সাজালেও তা বানচাল হয়ে যাচ্ছে বারবার। তবে এবার আর দ্রুত নয়, একটু বুঝেই পা ফেলে সুজয়কৃষ্ণের গলার স্বরের নমুনা সংগ্রহ করতে তৎপর ইডি। তবে কবে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় সেদিকে কড়া নজর থাজবে।

 

 

 

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version