Sunday, November 16, 2025

অভি*যুক্ত নীলম ‘আন্দো*লনজীবী’, সংসদের নিরা*পত্তার ব্য*র্থতা ঢাকতে সাফাই অমিত মালব্যর

Date:

Share post:

সংসদের নিরাপত্তার বড় গলদ প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে বিজেপি শাসিত কেন্দ্র সরকারকে (Central Government)। বুধবার ‘স্মোক ক্যান’ নিয়ে যে ঘটনা ঘটল তাতে সংসদের নিরাপত্তা যে বেআব্রু হয়েছে তা স্পষ্ট। অথচ এই বিষয়ে প্রতিবাদ করতে গেলে সরাসরি বিরোধীদের লোকসভা থেকে বা রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হচ্ছে। দুই হাউস মিলে আজ ১৫ জনকে সাসপেন্ড করার খবর মিলেছে। এর মাঝেই অভিযুক্তদের সঙ্গে বিরোধীদের যোগসূত্র নিয়ে অপপ্রচারে ব্যস্ত বিজেপি নেতারা। ‘সংসদ হামলার’ ২২তম বর্ষপূর্তির দিন ১৩ ডিসেম্বর, সংসদের ভিতরে এবং বাইরে যে চার জন হলুদ ও লাল ধোঁয়া ছড়িয়ে প্রতিবাদ জানান তাঁদের প্রত্যেককেই গ্রেফতার করেছে পুলিশ ৷ এদের মধ্যে বছর ৪২-এর নীলম সিং ওরফে নীলম আজাদকে (Neelam Azad)’আন্দোলনজীবী’ বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malavya)। এখানেই শেষ নয় নীলমকে ‘ইন্ডিয়া’ জোটের সমর্থক হিসাবেও দাবি করে নিজেদের ব্যর্থতা চাইলেন তিনি।

নিজের স্যোশাল মিডিয়া হ্যান্ডেলে বিজেপি নেতা অমিত মালব্য লেখেন, সংসদের নিরাপত্তা ভঙ্গকারী মহিলা নীলম আজাদ একজন সক্রিয় কংগ্রেস/আইএনডিআই জোট সমর্থক। তিনি একজন আন্দোলনজীবী, যাকে বেশ কয়েকটি বিক্ষোভে দেখা গেছে।প্রশ্ন হল তাদের কে পাঠিয়েছে? কেন তাঁরা মহীশূর থেকে একজন বিজেপি সাংসদের কাছ থেকে সংসদ পাস নেওয়ার জন্য কাউকে বেছে নিল? এমনকি আজমল কাশবের প্রসঙ্গও টেনে এনেছেন তিনি।

এই অভিযোগের তীব্র বিরোধিতা করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনিও সমাজমাধ্যমের লেখেন , বিজেপি আইটি সেল মরিয়াভাবে ২টি ঘটনা থেকে মনোযোগ সরাতে চায়: এক, সংসদের নিরাপত্তা লঙ্ঘন হয়েছে। এবং দুই ,অনুপ্রবেশকারীদের সংসদে প্রবেশাধিকার দিয়েছিলেন মাইসুরুর বিজেপি সাংসদ প্রতাপ সিমহা।

সংসদে যে লজ্জাজনক ঘটনা ঘটেছে তাতে বিজেপি নিজেদের দায় এড়াতে পারে না। ফলে বিরোধীদের দিকে আঙুল তুলে পদ্মশিবির যে গোটা ঘটনা থেকে নজর ঘোরাতে চাইছে তা স্পষ্ট।

spot_img

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...