Thursday, November 6, 2025

অভি*যুক্ত নীলম ‘আন্দো*লনজীবী’, সংসদের নিরা*পত্তার ব্য*র্থতা ঢাকতে সাফাই অমিত মালব্যর

Date:

সংসদের নিরাপত্তার বড় গলদ প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে বিজেপি শাসিত কেন্দ্র সরকারকে (Central Government)। বুধবার ‘স্মোক ক্যান’ নিয়ে যে ঘটনা ঘটল তাতে সংসদের নিরাপত্তা যে বেআব্রু হয়েছে তা স্পষ্ট। অথচ এই বিষয়ে প্রতিবাদ করতে গেলে সরাসরি বিরোধীদের লোকসভা থেকে বা রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হচ্ছে। দুই হাউস মিলে আজ ১৫ জনকে সাসপেন্ড করার খবর মিলেছে। এর মাঝেই অভিযুক্তদের সঙ্গে বিরোধীদের যোগসূত্র নিয়ে অপপ্রচারে ব্যস্ত বিজেপি নেতারা। ‘সংসদ হামলার’ ২২তম বর্ষপূর্তির দিন ১৩ ডিসেম্বর, সংসদের ভিতরে এবং বাইরে যে চার জন হলুদ ও লাল ধোঁয়া ছড়িয়ে প্রতিবাদ জানান তাঁদের প্রত্যেককেই গ্রেফতার করেছে পুলিশ ৷ এদের মধ্যে বছর ৪২-এর নীলম সিং ওরফে নীলম আজাদকে (Neelam Azad)’আন্দোলনজীবী’ বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malavya)। এখানেই শেষ নয় নীলমকে ‘ইন্ডিয়া’ জোটের সমর্থক হিসাবেও দাবি করে নিজেদের ব্যর্থতা চাইলেন তিনি।

নিজের স্যোশাল মিডিয়া হ্যান্ডেলে বিজেপি নেতা অমিত মালব্য লেখেন, সংসদের নিরাপত্তা ভঙ্গকারী মহিলা নীলম আজাদ একজন সক্রিয় কংগ্রেস/আইএনডিআই জোট সমর্থক। তিনি একজন আন্দোলনজীবী, যাকে বেশ কয়েকটি বিক্ষোভে দেখা গেছে।প্রশ্ন হল তাদের কে পাঠিয়েছে? কেন তাঁরা মহীশূর থেকে একজন বিজেপি সাংসদের কাছ থেকে সংসদ পাস নেওয়ার জন্য কাউকে বেছে নিল? এমনকি আজমল কাশবের প্রসঙ্গও টেনে এনেছেন তিনি।

এই অভিযোগের তীব্র বিরোধিতা করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনিও সমাজমাধ্যমের লেখেন , বিজেপি আইটি সেল মরিয়াভাবে ২টি ঘটনা থেকে মনোযোগ সরাতে চায়: এক, সংসদের নিরাপত্তা লঙ্ঘন হয়েছে। এবং দুই ,অনুপ্রবেশকারীদের সংসদে প্রবেশাধিকার দিয়েছিলেন মাইসুরুর বিজেপি সাংসদ প্রতাপ সিমহা।

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version