Friday, January 30, 2026

কয়লা পা.চারকাণ্ডে ফের তৎপর CBI, কলকাতা-সহ রাজ্যের মোট ১২ জায়গায় জোর তল্লাশি

Date:

Share post:

ফের কয়লাপাচার মামলায় (Coal Smuggling) তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। বৃহস্পতিবার সাতসকালে কলকাতার (Kolkata) ভবানীপুরের পাশাপাশি আসানসোল (Asansol), কুলটি সহ রাজ্যের মোট ১২ জায়গায় একযোগে তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সূত্রের খবর, এদিন আসানসোলের কালু, দুর্গাপুরে সৌরভ কুমার এবং কলকাতার সিআইএসএফ কর্মী শ্যামল সিনহার বাড়িতে হানা দেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, কয়লাপাচার মামলায় আগে থেকেই সিবিআই-এর নজরে ছিলেন এই সকল ব্যক্তিরা। তবে এতদিন তাদের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। কিন্তু বৃহস্পতিবার সকালে একেবারে আসানসোল সিবিআই বিশেষ আদালত থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে তদন্তে নেমে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

মূলত কয়লা পাচার মামলার কিংপিং অনুপ কুমার মাঝি অর্থাৎ লালার সঙ্গে এদের কী ঘনিষ্ঠতা ছিল। আদৌ এরা আর্থিকভাবে লাভবান হয়েছিল কী না তা খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান বলে খবর। পাশাপাশি কবে থেকে চলত এই ব্যবসা সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারী কর্তারা। অভিযোগ, আসানসোল চত্বর জুড়েই লালা তাঁর সিন্ডিকেট চালাতেন। অপরদিকে, এদিন সকালেই ভবানীপুরের একটি আবাসনে হানা দেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, লালা ঘনিষ্ঠ সিআইএসএফ-এর প্রাক্তন এক কর্মী শ্যামল সিনহা এই আবাসনে থাকেন। এদিন সকাল এগারোটা পর্যন্ত তাঁর আবাসনে তল্লাশি চালিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন ইডি আধিকারিকরা।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, লালার সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন এদের প্রত্যেকেই। লালার কয়লা পাচারের টাকা এদের মাধ্যমে বাজারে বিনিয়োগ হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে সিবিআই-র দাবি কয়লা পাচার মামলায় তাঁদের হাতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ। তবে কী ভাবে কয়লার কালো টাকা সুবিধাভোগীদের কাছে পৌঁছেছে তা এখনো খুঁজে বার করতে পারেননি তদন্তকারীরা।

 

 

 

spot_img

Related articles

“বন্ধু চল”: বন্ধুদের ডাকেই মিরাকল! সহপাঠীদের ডাকে ৫৫ দিন পর কোমা থেকে ফিরল প্রাণ

‘থ্রি ইডিয়টস’ সিনেমায় দেখা গিয়েছিল বন্ধুদের গলার আওয়াজে কোমায় থাকা রাজুর জেগে ওঠার দৃশ্য। এবার সিনেমার দৃশ্য বাস্তবে...

বাজেটের আগেই বড়সড় পতন শেয়ার বাজারে, সামান্য কমল সোনার দাম

দালাল স্ট্রিটে রক্তক্ষরণ অব্যাহত। বাজেটের আগেই বড়সড় পতনের মুখে পড়ল ভারতীয় শেয়ার বাজার(Share Market)। শুক্রবার, বিশ্ববাজারের নেতিবাচক সংকেত...

সঞ্জুর নিরাপত্তরক্ষী সূর্য! পদ্মনাভস্বামী মন্দিরে পুজো দিলেন রিঙ্কুরা

ভারত বনাম নিউজিল্যান্ডের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি শনিবার তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হবে। তার আগে কেরলের শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে(Padmanabhaswamy...

অজিত পাওয়ারের জায়গায় কি স্ত্রী সুনেত্রা? মহারাষ্ট্রের রাজনীতিতে জোর জল্পনা

মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Ajit Pawar)। তবে,  রাজনীতিতে কোনও স্থানই শূন্য থাকে না। সূত্রের...