Thursday, November 6, 2025

কয়লা পা.চারকাণ্ডে ফের তৎপর CBI, কলকাতা-সহ রাজ্যের মোট ১২ জায়গায় জোর তল্লাশি

Date:

Share post:

ফের কয়লাপাচার মামলায় (Coal Smuggling) তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। বৃহস্পতিবার সাতসকালে কলকাতার (Kolkata) ভবানীপুরের পাশাপাশি আসানসোল (Asansol), কুলটি সহ রাজ্যের মোট ১২ জায়গায় একযোগে তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সূত্রের খবর, এদিন আসানসোলের কালু, দুর্গাপুরে সৌরভ কুমার এবং কলকাতার সিআইএসএফ কর্মী শ্যামল সিনহার বাড়িতে হানা দেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, কয়লাপাচার মামলায় আগে থেকেই সিবিআই-এর নজরে ছিলেন এই সকল ব্যক্তিরা। তবে এতদিন তাদের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। কিন্তু বৃহস্পতিবার সকালে একেবারে আসানসোল সিবিআই বিশেষ আদালত থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে তদন্তে নেমে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

মূলত কয়লা পাচার মামলার কিংপিং অনুপ কুমার মাঝি অর্থাৎ লালার সঙ্গে এদের কী ঘনিষ্ঠতা ছিল। আদৌ এরা আর্থিকভাবে লাভবান হয়েছিল কী না তা খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান বলে খবর। পাশাপাশি কবে থেকে চলত এই ব্যবসা সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারী কর্তারা। অভিযোগ, আসানসোল চত্বর জুড়েই লালা তাঁর সিন্ডিকেট চালাতেন। অপরদিকে, এদিন সকালেই ভবানীপুরের একটি আবাসনে হানা দেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, লালা ঘনিষ্ঠ সিআইএসএফ-এর প্রাক্তন এক কর্মী শ্যামল সিনহা এই আবাসনে থাকেন। এদিন সকাল এগারোটা পর্যন্ত তাঁর আবাসনে তল্লাশি চালিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন ইডি আধিকারিকরা।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, লালার সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন এদের প্রত্যেকেই। লালার কয়লা পাচারের টাকা এদের মাধ্যমে বাজারে বিনিয়োগ হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে সিবিআই-র দাবি কয়লা পাচার মামলায় তাঁদের হাতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ। তবে কী ভাবে কয়লার কালো টাকা সুবিধাভোগীদের কাছে পৌঁছেছে তা এখনো খুঁজে বার করতে পারেননি তদন্তকারীরা।

 

 

 

spot_img

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...