Monday, May 5, 2025

বর্ধমানে স্টেশনে দু.র্ঘটনার দেড়দিন পরে আ.হতদের দেখতে হাসপাতালে রাজ্যপাল, দু.র্ঘটনাস্থলও পরিদর্শন

Date:

Share post:

বর্ধমান স্টেশনের জলের ট্যাঙ্ক দুর্ঘটনায় আহতদের দেখতে বর্ধমান (Bardwan) মেডিক্যাল কলেজ হাসপাতালে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। বৃহস্পতিবার, সন্ধে ৭টা নাগাদ বর্ধমান মেডিক্যালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন তিনি।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বোস জানান, “একটা দুর্ঘটনা ঘটেছে। কী কারণে ঘটেছে তার তদন্ত চলছে। তিনি নিজেও গোটা বিষয়টি নজরে রেখেছেন”। রেল দফতরের গাফিলতির অভিযোগ প্রসঙ্গ এড়িয়ে আনন্দ বোস জানান, “তদন্ত চলছে।”

এদিন হাসপাতালে ভর্তি থাকা একটি শিশুর লেখাপড়ার জন্য প্রতি মাসে রাজভবন থেকে ৫ হাজার টাকা করে ১ বছর দেওয়ার কথা ঘোষণা করেন। এরই পাশাপাশি আহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে এদিন হাসপাতালের চিকিৎসক এবং আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি।

বর্ধমান মেডিক্যাল কলেজ পরিদর্শনের পর রাজ্যপাল চলে যান দুর্ঘটনাস্থলে। দুর্ঘটনাস্থল তিনি পরিদর্শন করেন। তিনি জানিয়েছেন, বিশেষ করে আহতদের সবরকমের সহযোগিতার জন্য রাজভবন প্রস্তুত রয়েছে। রাজ্যপালের বক্তব্য, “রেলওয়ে আধিকারিকরা বিস্তারিতভাবে জানাবেন। যাঁরা কাজ হারিয়েছেন, যাঁদের দ্রুত সহায়তার প্রয়োজন, তাঁরা যোগাযোগ করলে যতটা সম্ভব হবে তা সাহায্য করা হবে।”

রাজ্য প্রশাসন বুধবার সব রকম সাহায্য নিয়ে বর্ধমান স্টেশনে আহতদের পাশে দাঁড়িয়েছে রাজ্য প্রশাসন। বর্ধমান মেডিক্যাল কলেজে তাঁদের সুচিকিৎসার ফলে আহতরা সেরে উঠছেন। এই পরিস্থিতিতে আগ বাড়িয়ে রাজ্যপালের সাহায্য করতে যাওয়া বা দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া কে নিতান্ত ‘লোক দেখানো’ বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- প্রোজেক্ট পুরুলিয়া: শ.বর-আ.দিবাসী মানুষের পাশে মন্ডল বাগান মিলনী সংঘ

 

 

spot_img
spot_img

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...