Tuesday, August 26, 2025

বসিরহাটের ইটভাটায় ফায়ারিংয়ের (firing) সময় চিমনি ভেঙে মৃত শ্রমিকের সংখ্যা বাড়ল। এপর্যন্ত মৃত্যু হল ৪জনের। ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার (Basirhat police) পুলিশ। মৃত ও আহতদের বেশিরভাগই ভিন রাজ্য থেকে আসা শ্রমিক। এই ঘটনার পর ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ফের একবার প্রশ্নের মুখে।

বুধবার রাতে ভাটায় ফায়ারিংয়ের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চিমনি। চাপা পড়েই মৃত্যু হয় দুজনের। ধ্বংসস্তূপের তলা থেকে উদ্ধার করা দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁদেরই একজন বৃহস্পতিবার মারা যায়। মৃতদের মধ্যে তিনজন হলেন হাফিজুল মণ্ডল, জেঠুরাম ও রাকেশ কুমার। কিন্তু এই মৃত্যুর দায় কার, উঠেছে সেই প্রশ্ন।

বসিরহাট তথা উত্তর ২৪ পরগণার বিস্তীর্ণ এলাকা জুড়ে অসংখ্য ইটভাটা। তাদের একটা বড় অংশ ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক। এখান থেকে যথেষ্ট উপার্জন হয় বলেই এতদূর তাঁরা কাজ করতে আসেন। অর্থাৎ এই এলাকার ইটভাটাগুলির ব্যবসা বেশ রমরমিয়েই চলছে। গোটা রাজ্যে স্বচ্ছ ও সুশৃঙ্খল নগরোন্নয়ন নীতি থাকায় ইটের ব্যবসা যথেষ্ট লাভজনকও হয়েছে। এই পরিস্থিতিতে ইটভাটার স্বাস্থ্য পরীক্ষা ও যথাযথ রক্ষণাবেক্ষণ (maintenance) ইটভাটা মালিকেরই দ্বায়িত্ব। দুর্বল ভাটায় এত শ্রমিককে একসঙ্গে ঢুকিয়ে কাজ করানোর অনুমতি নিয়েও তদন্ত করছে পুলিশ। ইটভাটা মালিক শ্রমিক স্বার্থে চিন্তাভাবনা করলে হয়তো ঠেকানো যেত এই দুর্ঘটনা।

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version