Monday, May 5, 2025

বিয়ের প্রস্তাবে নারাজ, সোনারপুরে মহিলা কাউন্সিলরকে হে.নস্থার অভিযোগ যুব নেতার বিরুদ্ধে

Date:

মহিলা কাউন্সিলরকে বিয়ের প্রস্তাব দিলেন এক যুবনেতা৷ কাউন্সিলর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করতেই মদ্যপ অবস্থায় এসে বাড়িতে সদলবলে চড়াও হয়ে মহিলা কাউন্সিলরকে হুমকি দেওয়ার অভিযোগ ওই যুবনেতার বিরুদ্ধে৷ এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগণার রাজপুর সোনারপুর পুর এলাকায়৷

এই পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার এই চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন যুবনেতা প্রতীক দে-র বিরুদ্ধে৷ অভিযোগ, পাপিয়াকে বিয়ের প্রস্তাব দেন প্রতীক৷ সেই প্রস্তাবে রাজি না হওয়ায় কয়েকদিন আগে মদ্যপ অবস্থায় প্রতীক সদলবলে পাপিয়া হালদারের বাড়িতে চড়াও হয়৷ ওই মহিলা কাউন্সিলরের বাবা, মা এবং দাদার সামনেই তাঁকে গালিগালাজ করেন ওই যুবনেতা৷ এমন কি বাইরে বেরোলে শারীরিক হেনস্থারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ৷এই ঘটনার পরই অভিযুক্ত প্রতীক দে-র বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই কাউন্সিলরের দাদা৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

কাউন্সিলর পাপিয়াদেবীর অভিযোগ, ‘প্রতীক দে-র একটা ব্যক্তিগত চাহিদা ছিল৷ প্রথম থেকেই নিজের স্বার্থসিদ্ধির জন্য সব জায়গায় বলে বেরিয়েছিল যে আমি তাঁর স্ত্রী৷ বিভিন্ন সময় মানুষের কাছ থেকে বেআইনি ভাবে টাকা তোলা, খাস জমি দখল করে বিক্রি করে দিত৷ আমি প্রতিবাদ করায় টাকা পয়সা দিয়ে আমার মুখ বন্ধ করার চেষ্টা করা হয়৷ তাতেও রাজি না হওয়ায় আমাকে ব্যক্তিগত ভাবে হেনস্থা শুরু হয়েছে৷’
অভিযুক্ত প্রতীক দে বলেছেন, অভিযোগ যে যার মতো করতে পারে৷ ওনাকে নিজের অভিযোগ প্রমাণ করতে হবে৷

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version