Monday, May 12, 2025

হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনে সার্ভিস রিভলবার থেকে গুলি, আত্মঘাতী জিআরপির কনস্টেবল

Date:

এবার চলন্ত হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনে চলল গুলি। বর্ধমানে পালসিট স্টেশনের কাছে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন জিআরপির এক কনস্টেবল। নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।কোথা থেকে গুলির আওয়াজ এল জানতেই হুড়োহুড়ি পড়ে যায়। কী কারণে এই ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ঘটনার সূত্রপাত শুক্রবার বেলা ১ টা নাগাদ।হাওড়াগামী বর্ধমান লোকাল ট্রেনে ঘটনাটি ঘটে। ব্যস্ত সময় হওয়ায় ট্রেনে বেশ ভিড় ছিল। যাত্রীরা নিজেদের জায়গা করতেই ব্যস্ত ছিলেন। এমন সময়েই হঠাৎ গুলির আওয়াজ পাওয়া যায়। যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এরপর দেখা যায়, এক যুবক সিটের কোণায় পড়ে রয়েছেন। তাঁর সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। মাথা থেকে চুইয়ে রক্ত পড়ছে। জামাকাপড় রক্তে লাল। এমনকি ট্রেনের মেঝেও রক্ত ভেসে যাচ্ছে। এই দৃশ্য দেখে কয়েকজন মহিলা যাত্রী ভয় পেয়ে চিৎকার শুরু করেন।

রেল সূত্রে জানা গিয়েছে্, মৃতের নাম শুভঙ্কর সাধুখাঁ। বর্ধমানের বড়নীলপুরের বাসিন্দা। এদিন হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন। জানা গিয়েছে, শুভঙ্কর আপ হাওড়া বর্ধমান লোকাল ট্রেনের মহিলা কামরায় কর্তব্যরত ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনে ওই যুবকের কাছে একটি ফোন আসে। কথা শেষ করে মোবাইল রাখার কিছুক্ষণের মধ্যেই বন্দুক দিয়ে নিজের মাথায় গুলি চালান তিনি। রেলের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ব্যক্তিগত কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন শুভঙ্কর। সেই কারণেই আত্মঘাতী হয়েছেন তিনি।

Related articles

তিরঙ্গা হাতে ভোটের খোঁজে: অপারেশন প্রচার শুরু বিজেপির 

ভোটের ময়দানে নতুন কৌশল নিয়ে নামছে বিজেপি। আগামী ১৩ মে থেকে শুরু হচ্ছে অভিনব প্রচার অভিযান — ‘তিরঙ্গা...

জঙ্গি ও মদতদাতাদের বিরুদ্ধে ‘অপারেশন সিন্দুর’ জারি থাকবে: কড়া বার্তা মোদির

৮ও ৯ মে ভারতে হামলা চালানোর অপচেষ্টা হয়েছিল। তার মোক্ষম জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেই কারণেই দশ তারিখ...

কর্মমুখী শিক্ষায় জোর! রাজ্যে আরও ১৮টি নতুন আইটিআই গড়ে তুলছে সরকার

কর্মসংস্থানমুখী শিক্ষায় আগ্রহ বৃদ্ধির প্রেক্ষিতে  বড়সড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। রাজ্যের ১১টি জেলায় আরও ১৮টি নতুন ইন্ডাস্ট্রিয়াল...

উত্তেজনার আবহে কালোবাজারি রুখতে পদক্ষেপ!  কলকাতা ও জেলার বাজারে হানা টাস্কফোর্সের 

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার আবহে রাজ্যে কালোবাজারি ও কৃত্রিম মূল্যবৃদ্ধি রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত টাস্কফোর্স সক্রিয় হয়েছে। সোমবার কলকাতা...
Exit mobile version