ভাল নেই কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। অস্ত্রোপচারের পর সমস্যা বেড়েছে তাঁর। গতকাল রাতে ফের খিঁচুনি হওয়ায় উদ্বিগ্ন চিকিৎসকেরা। এক সপ্তাহ আগের বৃহস্পতিবার রাতেই খিঁচুনি হওয়ায় পড়ে গিয়ে বাঁ কাঁধের হাড় ভাঙে মদনের। বুধবার অস্ত্রোপচার (Operation) হয়। এরপর আবারও খিঁচুনি হওয়ায় কামারহাটির বিধায়ককে বিশেষ নজরে রাখা হচ্ছে।

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে SSKM হাসপাতালে ভর্তি হন মদন মিত্র। চিকিৎসাধীন থাকা অবস্থাতেও একাধিকবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। আপাতত স্থিতিশীল থাকলেও তৃণমূল নেতার ইন্টার্নাল কিছু সমস্যায় উদ্বিগ্ন চিকিৎসকরা।
আরও পড়ুন:বিরোধী সাংসদদের বহি.ষ্কারের প্রতি.বাদে সংসদে গান্ধী মূর্তির সামনে বিক্ষো.ভ!
