Monday, November 17, 2025

প্রধানমন্ত্রীকে দিতে বিশেষ প্রচারপত্র নিয়ে সংসদে ঢুকেছিল ২ হানাদার

Date:

বুধবার লোকসভায় হলুদ বোমা কাণ্ডের পর ধীরে ধীরে সামনে আসছে হামলার পিছনের বেশ কিছু উদ্দেশ্য। হামলাকারীরা আদৌ জঙ্গি কি না, তদন্তে পুলিশ। তারই মধ্যে চাঞ্চল্যকর তথ্য পেশ দিল্লি পুলিশের (Delhi police)। আদালতে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হল প্রধানমন্ত্রীর হাতে প্যামফ্লেট (pamphlet) তুলে দিতে লোকসভার ভিতরে ঢুকেছিল তাঁরা।

“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিখোঁজ। তাঁর সম্পর্কে খোঁজখবর জানাতে পারলে মিলবে সুইস ব্যাঙ্ক (Swiss Bank) থেকে অর্থ”। বিস্ময়কর হলেও হামলাকারীদের সঙ্গে এই কথা লেখা প্যামফ্লেটই উদ্ধার করেছে দিল্লি পুলিশ। শুক্রবার আদালতে সেই তথ্যই পেশ করে তাঁরা। এই প্যামফ্লেট সংসদের ভিতরে ঢোকা সাগর শর্মা, মনোরঞ্জন ডি এবং বাইরে থেকে গ্রেফতার হওয়া নীলম ও অমল শিণ্ডের কাছেও এই প্যালফ্লেট পাওয়া গিয়েছে বলে পুলিশ জানায়।

ইতিমধ্যেই পুলিশ ঘটনায় যুক্ত মূল অভিযুক্ত ছয়জনকে গ্রেফতার করেছে। তাঁদের দাবি নিজেদের বেকারত্ব, দেশের বর্তমান পরিস্থিতিতে যুবসমাজের বেহাল পরিস্থিতিকে সজোরে তুলে ধরতে সংসদের ভিতরে ঢুকে আওয়াজ তোলার পরিকল্পনা নেন তাঁরা। প্রধানমন্ত্রীকে “নিখোঁজ” প্যামফ্লেট তুলে দেওয়ার পরিকল্পনা থাকলেও তিনি বুধবার সংসদে অনুপস্থিত থাকায় তাঁদের সেই উদ্দেশ্য সফল হয়নি। পুলিশের দাবি, সংসদের ভিতর ও বাইরে থেকে ধৃত চার সহ আরও একজনের ভবনের ভিতরে ঢোকার পরিকল্পনা ছিল। অনুমতি না পাওয়ায় তা সম্ভব হয়নি।

তবে ধৃতরা বারবারই দাবি করেছেন তাঁরা জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত নন। একসঙ্গে অনেকে সংসদ ভবনের ভিতর ঢুকতে পারলে আরও পরিকল্পনা সফল করতে পারত, বলে পুলিশি তদন্তে উঠে এসেছে। যে জুতোর ভিতর ক্যান বোমা ভরে তারা এনেছিল সেই বোমা লক্ষ্ণৌয়ের (Lucknow) যেখানে তৈরি হয়েছিল সেখানেও তদন্ত চালাবে দিল্লি পুলিশ। তাঁদের দাবি এত বড় পরিকল্পনা কোনও সাধারণ লোকের কা নয়। এবার হামলার সঙ্গে আরও কারা যুক্ত, খোঁজে দিল্লি পুলিশ।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version