Sunday, August 24, 2025

প্রধানমন্ত্রীকে দিতে বিশেষ প্রচারপত্র নিয়ে সংসদে ঢুকেছিল ২ হানাদার

Date:

বুধবার লোকসভায় হলুদ বোমা কাণ্ডের পর ধীরে ধীরে সামনে আসছে হামলার পিছনের বেশ কিছু উদ্দেশ্য। হামলাকারীরা আদৌ জঙ্গি কি না, তদন্তে পুলিশ। তারই মধ্যে চাঞ্চল্যকর তথ্য পেশ দিল্লি পুলিশের (Delhi police)। আদালতে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হল প্রধানমন্ত্রীর হাতে প্যামফ্লেট (pamphlet) তুলে দিতে লোকসভার ভিতরে ঢুকেছিল তাঁরা।

“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিখোঁজ। তাঁর সম্পর্কে খোঁজখবর জানাতে পারলে মিলবে সুইস ব্যাঙ্ক (Swiss Bank) থেকে অর্থ”। বিস্ময়কর হলেও হামলাকারীদের সঙ্গে এই কথা লেখা প্যামফ্লেটই উদ্ধার করেছে দিল্লি পুলিশ। শুক্রবার আদালতে সেই তথ্যই পেশ করে তাঁরা। এই প্যামফ্লেট সংসদের ভিতরে ঢোকা সাগর শর্মা, মনোরঞ্জন ডি এবং বাইরে থেকে গ্রেফতার হওয়া নীলম ও অমল শিণ্ডের কাছেও এই প্যালফ্লেট পাওয়া গিয়েছে বলে পুলিশ জানায়।

ইতিমধ্যেই পুলিশ ঘটনায় যুক্ত মূল অভিযুক্ত ছয়জনকে গ্রেফতার করেছে। তাঁদের দাবি নিজেদের বেকারত্ব, দেশের বর্তমান পরিস্থিতিতে যুবসমাজের বেহাল পরিস্থিতিকে সজোরে তুলে ধরতে সংসদের ভিতরে ঢুকে আওয়াজ তোলার পরিকল্পনা নেন তাঁরা। প্রধানমন্ত্রীকে “নিখোঁজ” প্যামফ্লেট তুলে দেওয়ার পরিকল্পনা থাকলেও তিনি বুধবার সংসদে অনুপস্থিত থাকায় তাঁদের সেই উদ্দেশ্য সফল হয়নি। পুলিশের দাবি, সংসদের ভিতর ও বাইরে থেকে ধৃত চার সহ আরও একজনের ভবনের ভিতরে ঢোকার পরিকল্পনা ছিল। অনুমতি না পাওয়ায় তা সম্ভব হয়নি।

তবে ধৃতরা বারবারই দাবি করেছেন তাঁরা জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত নন। একসঙ্গে অনেকে সংসদ ভবনের ভিতর ঢুকতে পারলে আরও পরিকল্পনা সফল করতে পারত, বলে পুলিশি তদন্তে উঠে এসেছে। যে জুতোর ভিতর ক্যান বোমা ভরে তারা এনেছিল সেই বোমা লক্ষ্ণৌয়ের (Lucknow) যেখানে তৈরি হয়েছিল সেখানেও তদন্ত চালাবে দিল্লি পুলিশ। তাঁদের দাবি এত বড় পরিকল্পনা কোনও সাধারণ লোকের কা নয়। এবার হামলার সঙ্গে আরও কারা যুক্ত, খোঁজে দিল্লি পুলিশ।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version