Monday, August 25, 2025

নিজেরা রূপোলী পর্দা মাতাচ্ছেন বহু বছর। কারো নজরকাড়া পারফর্মেন্স ক্রিকেটের মাঠে। কিন্তু সন্তানরা এখনও মঞ্চে নামতে অভ্যস্থ না। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে সেই খুদেদের মঞ্চে উঠতে দেখেই উচ্ছ্বসিত বলিউডের তাবড় সেলিব্রিটিরা।

শুক্রবার ছিল মুম্বাইয়ের ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশানাল স্কুলের অ্যানুয়াল ডে-র (annual day) অনুষ্ঠান। এই স্কুলেই বলিউডের তাবড় সেলিব্রিটিদের সন্তানরা পড়ে। শাহরুখ-গৌরী খানের সন্তান থেকে অভিষেক-ঐশ্বর্য্য, সইফ-করিনার ছেলেমেয়েও এই স্কুলেরই পড়ুয়া। বলিউডের বাইরে ক্রিকেট তারকাদের সন্তানরাও এখানে পড়াশোনা করেন। সারা তেন্ডুলকর এই স্কুলের প্রাক্তনী। রোহিত শর্মার মেয়েও এখানেই ভর্তি হয়েছে।

সেই স্কুলের অ্যানুয়াল ডে-র অনুষ্ঠান মানে সেখানে তারকাদের উপস্থিতিও থাকবেই। তারকারাও গিয়েছিলেন ছেলেমেয়েদের মঞ্চের অনুষ্ঠান দেখতে। ছোট্ট তৈমুরের সেই পারফর্মেন্স দেখে করিনা (Kareena Kapur Khan) যেমন ক্যামেরাবন্দি করলেন। তেমনই আরাধ্যার পারফর্মেন্স জায়গা পেল মা ঐশ্বর্য্যর (Aishwarya Rai Bachchan) সোশ্যাল মিডিয়া পোস্টে। রহিত শর্মা (Rohit Sharma) ও তাঁর স্ত্রীকে যেমন দেখা গেল প্রচণ্ড টেনশনে উপভোগ করলেন মেয়ের অনুষ্ঠান। আবার শাহরুখকে (Shah Rukh Khan) দেখা গেল আবরামের পোজ দেখে মুচকি হাসতে, কারণ আবরামের সেই পোজ যে মনে করাচ্ছিল দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের বিখ্যাত সেই পোজ।

অনুষ্ঠানের শেষে ওম শান্তি ওম গান শুরু হতেই অবশ্য পরিবেশটাই বদলে গেল। শাহরুখ-সুহানা তো বটেই, করিনা, শাহিদ কাপুর থেকে ঐশ্বর্য্য-অভিষেক এমনকি অমিতাভ বচ্চনও (Amitabh Bhachchan) পা মেলালেন সেই নাচের তালে। সবশেষে সেখানে যোগ দিলেন শিল্পপতি তথা স্কুলের মালিক মুকেশ আম্বানিও।

আরও পড়ুন- ক.ড়া নিরাপত্তায় রাজ্যের ২৩ জেলায় নির্বিঘ্নেই হল সেট পরীক্ষা

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version