জিন্দল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! মুম্বইয়ের বিকেসি থানায় এফআইআর দায়ের করেছেন এক মহিলা। তিনি পেশায় অভিনেত্রী।অভিযোগকারিণীর দাবি, প্রথমে তাঁর অভিযোগ নিতে অস্বীকার করেছিল পুলিশ। এরপর তিনি আদালতে যান। আদালতের নির্দেশেই অভিযোগ দায়ের করা হয়েছে। মুম্বই পুলিশ জানিয়েছেন, মহিলার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় সজ্জন জিন্দালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মহিলার অভিযোগ ২০২১ সালে দুবাইয়ে আইপিএলের ম্যাচ দেখতে গিয়ে সজ্জনের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। পরে সম্পর্ক অনেক দূরে গড়িয়ে যায়। জিন্দাল (Sajjan Jindal) নাকি প্রতিশ্রুতিও দেন তাঁকে বিয়ে করার। এর পরই ২০২২ সালের ২৪ জানুয়ারি নিজের পেন্টহাউসে তাঁকে যৌন হেনস্থা করেন জিন্দাল। তাঁর আরও দাবি, ওই ঘটনার পরেও তিনি শিল্পপতির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। কিন্তু হঠাৎ করে সজ্জন যোগাযোগ বন্ধ করে দেন। নম্বরও ব্লক করে দেন।
আরও পড়ুন- কেন দিলেন পাস? পুলিশি জেরার মুখে বিজেপি সাংসদ, নীরব বিজেপি