Tuesday, November 4, 2025

মাঠে ফুটবল খেলতে গিয়ে হৃ.দরোগে আ.ক্রান্ত ফুটবলার, বন্ধ করা হয় ম‍্যাচ

Date:

ফের ফুটবল দুর্ঘটনা। মাঠে খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হলেন ইংলিশ প্রিমিয়ারে খেলা এক ফুটবলার। শনিবার ছিল লিউটন টাউন বনাম এএফসি বোর্নমাউথ ম্যাচ। সেই ম‍্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন লিউটনের অধিনায়ক টম লকার। বন্ধ করে দেওয়া হয় ম‍্যাচ।

এই ঘটনার পরেই দ্রুত চিকিৎসকরা এসে লকারকে পর্যবেক্ষণ করেন। এমন ঘটনা দেখে আতঙ্কিত হন দুই দলের খেলোয়াড় সহ ভাইটালিটি স্টেডিয়ামে উপস্থিত সকল দর্শক। এরপর টম হৃদরোগে আক্রান্ত হয়েছেন এমনটাই জানান হয় ক্লাবের পক্ষ থেকে।

যদিও ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে সুস্থ রয়েছেন লকার। মাঠ থেকে স্ট্রেচারে করে যখন যাচ্ছিলেন, সেই সময়ই প্রতিক্রিয়া দিয়েছিলেন লকার। এরপর স্টেডিয়ামের ভিতর প্রাথমিক চিকিৎসা করার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই লিউটন ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়,”আমাদের দলের স্বাস্থকর্মীরা নিশ্চিত করেছেন যে লিউটনের অধিনায়ক মাঠে হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়ার সময় তিনি প্রতিক্রিয়াশীল ছিলেন। তাঁকে স্টেডিয়ামের ভিতরে প্রাথমিক চিকিৎসা করা হয়। যার জন্য আমরা আবারও উভয় পক্ষের মেডিকেল টিমকে ধন্যবাদ জানাই। টমকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তিনি এখন স্থিতিশীল এবং বর্তমানে তাঁর পরিবার সঙ্গে আছেন। হাসপাতালে তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষা- নিরীক্ষা করা হচ্ছে। আমরা সকল সমর্থকদের তাঁদের প্রার্থনা ও শুভকামনার জন‍্য ধন্যবাদ জানাচ্ছি।”

আরও পড়ুন:আজ প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে নামছে ভারত

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version