নিরাপত্তার চূড়ান্ত গাফিলতির কারণেই সংসদে হানাদার। এটা অত্যন্ত গুরুতর বিষয়। তবে, এর সঙ্গে বাংলাকে জড়িয়ে অপপ্রচার করার চেষ্টা করা হচ্ছে। এটা একেবারেই উচিৎ নয়। বাংলা কোনও অপরাধমূল কাজকে প্রশ্রয় দেন না। দিল্লি (Delhi) যাওয়ার আগে রবিবার বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রকে নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, এই ঘটনা অত্যন্ত গুরুতর। এই বিষয়ে আলোচনার দাবি জানানো জন্যই তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন-সহ ১৫জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে বলেও জানান মমতা।
মুখ্যমন্ত্রী কথায়, সংসদের হানা নিরাপত্তার চূড়ান্ত গাফিলতিতেই হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই সেটা শিকারও করেছেন। তবে, এর সঙ্গে বাংলার কোনও যোগ নেই। এরা যে কোনও বিষয় নিয়ে বাংলার বিরুদ্ধে কুৎসা করে। মমতা (Mamata Banerjee) জানান, বাংলার সঙ্গে কোনও যোগাযোগ নেই। ঝাড়খণ্ড বা কোথাকার যোগ আছে- সেটা জানা গিয়েছে। বলেন, “ললিত ঝাঁর কোনও বঙ্গ যোগ নেই, ওরা ঝাড়খন্ড বিহারে রয়েছে। বাংলার নামে কুৎসা আর অপপ্রচার করার চেষ্টা সবসময়।“ নিরপেক্ষ তদন্ত হোক। স্পষ্ট হয়ে যাবে। বাংলার বিরুদ্ধে অপপ্রচার করা আর কুৎসা ছাড়ানোই হচ্ছে বিরোধীদের সর্বক্ষণের কাজ- তোপ দাগেন তৃণমূল সভানেত্রী। তিনি জানান, বাংলা কোন অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না।