Saturday, May 3, 2025

“রাজনীতি না করে সমস্যা সমাধানে জোর দেওয়া উচিত”: সংসদে নিরাপত্তা লঙ্ঘ.নকাণ্ডে মৌনতা ভা.ঙলেন প্রধানমন্ত্রী

Date:

সংসদ ভবনে নিরাপত্তা লঙ্ঘন কাণ্ডে এবার মৌনতা ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে সম্প্রতি একথাই জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদির মতে বিষয়টি অত্যন্ত গুরুতর। তবে এটা নিয়ে রাজনীতি না করে সমস্যা সমাধানে জোর দেওয়া উচিত বলেই সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে আর্জি প্রধানমন্ত্রীর। পাশাপাশি প্রধানমন্ত্রীর মতে, বিষয়টি যথেষ্ট গুরুতর। আর সেকারণেই বিষয়টি নিয়ে রাজনীতি না করার আর্জি জানিয়েছেন মোদি। তিনি জানিয়েছেন, বিষয়টি জাতীয় নিরাপত্তা বিষয়। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তও চান প্রধানমন্ত্রী। তবে মোদির এমন মন্তব্যের সমালোচনায় সরব বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, বিজেপি সাংসদের এমন কাণ্ডে মুখ পুড়েছে মোদির। আর সেকারণে বিরোধীদের লাগাতার চাপে অবশেষে মুখ খুলতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী।

 

প্রধানমন্ত্রী আরও জানান, আমাদের সকলের এই ঘটনার গুরুত্ব বোঝা উচিত। ঘটনার গভীরে গিয়ে সকলে মিলে একটি সমাধান খুঁজে বের করা উচিত যাতে বিষয়টির পুনরাবৃত্তি না হয়। ঘটনার লোকসভার স্পিকার তদন্তের নির্দেশ দিয়েছেন। আমাদের সকলের বিশ্বাস খুব শীঘ্রই ষড়যন্ত্র ফাঁস হবে। মোদির আরও সংযোজন, এই ঘটনার পিছনে অভিযুক্তদের উদ্দেশ্য কী ছিল ও এই ঘটনার পিছনে কাদের মাথা কাজ করছে তা জানা খুবই গুরুত্বপূর্ণ। সংসদে জঙ্গি হামলার বার্ষিকীতে ঘটা এই নিরাপত্তা গাফলতি নিয়ে বিরোধী দলগুলি ক্রমাগত আক্রমণ করছে সরকারকে। গত দুই দিন ধরে সংসদের কার্যক্রম চলতে দেওয়া হচ্ছে না। তাঁদের দাবি, প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই বিষয়ে উভয় কক্ষে বিবৃতি দিতে হবে। তারপর সংসদের নিরাপত্তা নিয়ে আলোচনা করা উচিত। তবে শনিবারই রাহুল গান্ধী জানান, সত্যিই সংসদের নিরাপত্তা বিচ্যুতি হয়েছে। কিন্তু প্রশ্নটা হল, কেন এই হামলা হল? আসল সমস্যা হল বেকারত্ব। সেটার জন্য দায়ী মোদিজির পলিসি। ভারতের যুবসমাজ কাজ পাচ্ছে না। ওয়ানড়ের সাংসদের সাফ বক্তব্য, মোদির ভ্রান্ত নীতির জন্য দেশে বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি বাড়ছে। আর পরোক্ষে সেটাই সংসদে গ্যাস হামলার জন্য দায়ী।

উল্লেখ্য, গত à§§à§© ডিসেম্বর অধিবেশন চলাকালীন সংসদে ঢুকে পড়েন দু’জন। ভিজিটরস পাস থেকে ঢোকে ওই দুই যুবক। ভিজিটরস গ্যালারি থেকে লাফ দিয়ে সোজা লোকসভায় পৌঁছে যায়। এরপর জুতোর মধ্যে লুকিয়ে রাখা স্মোক ক্যান ছোঁড়ে। যার ফলে হলুদ গ্যাসে ঢেকে যায় সংসদ কক্ষ। ওই দুই যুবকের একজন লখনউয়ের বাসিন্দা সাগর শর্মা ও অপরজন মহীশূরের বাসিন্দা মনোরঞ্জন ডি। সংসদে ভিতরে যখন এসব কাণ্ড ঘটে ঠিক তখনই সংসদের বাইরে তাদের সঙ্গীরা বিশৃঙ্খলা তৈরি করে। নীলম ও অমল শিন্ডে নামে দুই ব্য়ক্তি গেটের বাইরে পরিবহন ভবনের দিকে স্লোগান দেয়। পুলিশ দু’জনকে দ্রুত হেফাজতে নেয়। অন্যদিকে, সংসদের কার্যক্রমে বাধা দেওয়ার জন্য ১৪ জন সাংসদকে গোটা অধিবেশন থেকে বরখাস্ত করা হয়েছে। এদিকে সংসদ হামলার মূলচক্রী স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক।

 

 

 

Related articles

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...
Exit mobile version