Sunday, November 23, 2025

বারুইপুরে তৃণমূল কর্মীকে পি.টিয়ে খু.ন! সিপিএম-বিজেপিকেই কাঠগড়ায় তুলল পরিবার

Date:

Share post:

লোকসভা নির্বাচন (Loksabha Election) যত এগিয়ে আসছে রাজ্যে একের পর এক তৃণমূল কর্মী (TMC Leader) খুনের ঘটনা সামনে আসছে। এবার বারুইপুরে (Baruipur) এক তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে মারার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকার ঘটনা। মৃতের নাম সইদুল আলি শেখ। পরিবার সূত্রে খবর, শনিবার সন্ধেয় সইদুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন। কিন্তু রাত বাড়লেও ছেলে বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে পরিবার। মোবাইল ফোনেও সইদুলের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে বাড়ির কাছের এক মাঠে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় সইদুলের দেহ।

 

এদিকে সইদুলকে ওই অবস্থায় দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তৃণমূল কর্মীকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, মৃতের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পাশাপাশি ভারী কিছু দিয়ে মারা হয়েছে তাঁকে। মাথাতেও আঘাতের চিহ্ন আছে। তবে ঠিক কীভাবে মৃত্যু হল ওই তৃণমূল কর্মীর তা জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। শনিবার রাত থেকেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১২ জনকে প্রথমে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় আর কারা জড়িত, কেন এভাবে সইদুলকে মারা হল, তা জানতে ধৃতদের জেরা করা হচ্ছে।

মৃতের পরিবারের অভিযোগ, এলাকায় অনৈতিক কাজের প্রতিবাদ করত সইদুল। তার জন্য আগেও তাঁকে হুমকি দেওয়া হয়েছে। কিন্তু দমে যায়নি সইদুল। এলাকায় বিভিন্ন সমাজবিরোধী কাজের ঘটনা ঘটলেই ছুটে যেতেন তিনি। রুখে দাঁড়াতেন সইদুল। সেই কারণেই খুন হতে হল তাঁকে। সিপিএম ও বিজেপির দিকেই অভিযোগ করছে সইদুলের পরিবারের লোকেরা। পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতার অভিযোগ, এলাকায় সিপিএম ও বিজেপি বিভিন্ন অপকর্ম করত। সইদুল প্রতিবাদ করায় তাঁর সঙ্গে ঝামেলা বাঁধত। ওরাই সরিয়ে দিল সইদুলকে।

 

 

 

 

spot_img

Related articles

 ‘ব্ল্যাক টাইগার’-এর অজানা কাহিনি: এক ভারতীয় বীরের জীবনসংগ্রাম

ভারতের রাজস্থানের শ্রীগঙ্গানগরের এক ধুলোমাখা শহরে ১৯৫২ সালে জন্মেছিল এক সাধারণ ছেলে—রাভিন্দ্র কৌশিক। স্কুল-কলেজে নাচ, নাটক, অভিনয়ে সবার...

 সরকার বাড়িতে উৎসবের রঙ! আইবুড়ো ভাতে আবেগে ভাসলেন মৌবনী

৩০ নভেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন জাদুসম্রাট জুনিয়র পিসি সরকারের (PC Sorcar) কন্যা, অভিনেত্রী মৌবনী সরকার। বিয়ের...

স্বরাষ্ট্র দফতর বিজেপির হাতে! ‘স্বরাষ্ট্রহীন নীতীশ’ কি বিহারের ‘নিধিরাম’ মুখ্যমন্ত্রী?

বিহারের মন্ত্রিসভা গঠনের পর দফতর বণ্টন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। দশম বারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের...

এসআইআরের সেরা কর্মীদের বিশেষ সম্মাননা, তৎপরতা বাড়াতে উদ্যোগ কমিশনের

এসআইআর-এর এনুমারেশন প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক দক্ষতা দেখানো বুথ লেভেল অফিসারদের (বিএলও) পুরস্কৃত করতে চলেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের...