নাগপুরে কারখানায় ভ.য়াবহ বি.স্ফোরণ, মৃ.ত বহু

বিস্ফোরক তৈরির কারখানাতেই ভয়াবহ বিস্ফোরণ (blast)! নাগপুরে (Nagpur) এখনও পর্যন্ত মৃত্যু হল ৯ শ্রমিকের। রবিবার ভয়াবহ এই দুর্ঘটনার পর কারখানায় কাজের সময় নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। গোটা কারখানা খালি করে নজরদারিতে কারখানা কর্তৃপক্ষও।

নাগপুরের বাজারগাঁওয়ের সোলার এক্সপ্লোসিভ কোম্পানিতে (Solar Explosive Company) সরকারি কাজের জন্য বিস্ফোরক তৈরি হয়। রবিবার সকাল ৯টা নাগাদ বিস্ফোরক প্যাকিং করার সময় হঠাৎই বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের, তার মধ্যে ৬ জন মহিলা। ওই সময় ওই প্ল্যান্টে কাজ করছিলেন ১২ জন। বাকি ৩ জন গুরুতর আহত হন। ঘটনাস্থলে পৌঁছান নাগপুর গ্রামীণ পুলিশ সুপার (SP, Nagpur rural) হর্ষ পোদ্দার। কারখানা কর্তৃপক্ষ দ্রুত বাকি সহ কর্মচারিদের বাইরে বের করে আনার কাজ করে।

আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। তবে এই ঘটনার পর কারখানার নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি কতটা নজরে রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হবে, বলে জানান সিনিয়র জেনারেল ম্যানেজার আশিস শ্রীবাস্তব।

আরও পড়ুন:বারুইপুরে তৃণমূল কর্মীকে পি.টিয়ে খু.ন! সিপিএম-বিজেপিকেই কাঠগড়ায় তুলল পরিবার

 

 

 

 

 

Previous articleবারুইপুরে তৃণমূল কর্মীকে পি.টিয়ে খু.ন! সিপিএম-বিজেপিকেই কাঠগড়ায় তুলল পরিবার
Next articleফের মৃত্যু, করোনার নতুন সাব-ভ্যারিয়্যান্ট নিয়ে রক্তচাপ বাড়ল কেরলে