Saturday, May 3, 2025

আইপিএলের ধাঁচে নতুন টি-টেন প্রতিযোগিতা হবে। আর সেই প্রতিযোগিতায় মুম্বই দলের মালিকানা কিনেছেন বিগ বি। সোমবার অমিতাভ বচ্চন নিজেই এই খবর জানিয়েছেন ক্রিকেটপ্রেমীদের।সব ঠিকঠাক থাকলে আগামী বছরের আইপিএলের আগেই হবে এই প্রতিযোগিতা। আগামী বছর থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ বা আইএসপিএল। আগামী ২ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত মুম্বইয়ে হবে প্রথম বছরের প্রতিযোগিতা। মোট ১৯টি ম্যাচ হবে প্রতিযোগিতায়।

জানা গিয়েছে, খেলা হবে ১০ ওভারের। ক্রিকেটের পরিচিত ডিউস বলের পরিবর্তে খেলা হবে টেনিস বলে।দেশের বিভিন্ন প্রান্তে রাস্তায়, মাঠে আকছার এই ধরনের খেলা হয়ে থাকে। প্রথম বছরের প্রতিযোগিতায় থাকছে ছ’টি ফ্র্যাঞ্চাইজ়ি। মুম্বই ছাড়াও হায়দরাবাদ, বেঙ্গালুরু, কলকাতা, চেন্নাই এবং শ্রীনগরের দল থাকছে। এই প্রতিযোগিতার মুম্বই ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছেন অমিতাভ।

অমিতাভ বরাবরই ক্রিকেটপ্রেমী। কোনও ক্রিকেটার ভাল পারফর্ম করলে প্রশংসা করতে ভোলেন না শাহেনশা। গত বিশ্বকাপের গোল্ডেন টিকিট তাঁর হাতেই প্রথম তুলে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।এ বার নিজেই কিনে ফেললেন নতুন প্রতিযোগিতা ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের মুম্বই দল।

কী বলছেন অমিতাভ? ক্রিকেটের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে উচ্ছ্বসিত ৮১ বছরের অভিনেতা নিজের ব্লগে লিখেছেন, একটা নতুন দিন এবং একটা নতুন উদ্যোগ। মুম্বইয়ের মতো বিশেষ একটি দলের মালিক হিসাবে থাকতে পারাটা আমার কাছে সম্মানের। একটা দারুণ স্বপ্নময় ভবিষ্যতের জন্য নতুন প্রতিভা তুলে আনাই আমাদের প্রাধান্য। তিনি আরও লিখেছেন, যারা রাস্তায় বা বাড়িতে ক্রিকেট খেলে, এটা তাদের জন্য দুর্দান্ত একটা সুযোগ। নিজেদের দক্ষতা সকলের সামনে তুলে ধরতে পারবে। একটা পেশাদার প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বের লক্ষ লক্ষ মানুষের সামনে আনুষ্ঠানিক ভাবে নিজেদের প্রতিভা মেলে ধরতে পারবে। অমিতাভের এই এগিয়ে আসাকে সাধুবাদ জানিয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

 

Related articles

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...
Exit mobile version