Tuesday, August 26, 2025

তুষারপাত দেখতে যাওয়াই কাল! গুলমার্গে আটকে পড়া ৬০ পর্যটককে নিরাপদে ফেরাল সেনা

Date:

সাদা বরফের চাদরে (Snowfall) ঢেকেছে জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) গুলমার্গ (Gulmarg)। শনিবার জম্মু-কাশ্মীরের গুলমার্গ প্রবল তুষারপাতের সাক্ষী থাকে। তাপমাত্রা নেমে যায় মাইনাস ২.৮ ডিগ্রি সেলসিয়াসে। আর তারপরই যেদিকে চোখ যায় শুধুই সাদা আর সাদা। আর সেখানে শীতের সময় তুষারপাত দেখতে জড়ো হন বহু পর্যটক। তবে আচমকা এমন রেকর্ড পারদ পতন হবে তা জানা ছিল না। আর সেকারণেই তুষারপাত দেখতে গিয়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে আটকে পড়েন (Stuck) কমপক্ষে ৬০ পর্যটক (tourists)। পর্যটকদের তালিকায় মহিলা ও অনেক শিশু ছিলেন বলে খবর। তবে পরিস্থিতি বেগতিক হওয়ায় গুলমার্গ থেকে বেরতে পারেননি তাঁরা। এবার আটকে থাকা ৬০ পর্যটককে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এল ভারতীয় সেনার চিনার ওয়ারিয়র্স।

ভারতীয় সেনাবাহিনী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তুষারপাতের কারণে তাপমাত্রা আচমকা কমে যাওয়ায় পর্যটকরা আটকে পড়েন। সেনা জওয়ানরা পর্যটকদের কষ্ট কমাতে আগুনের পাশাপাশি ঘুমানোর ব্যাগ এবং গরম খাবার সরবরাহ করেন বলে খবর। তবে শনিবার ৬০ পর্যটক আটকে পড়লেও একটু পরিস্থিতি স্বাভাবিক হতেই সেনা জওয়ানরা সেখান থেকে তাঁদের উদ্ধার করেন। তবে বর্তমানে সকলেই সুস্থ রয়েছেন বলে খবর।

বরফ দেখার জন্য প্রতি বছর এই সময়ে জম্মু ও কাশ্মীরের গুলমার্গে হাজির হন পর্যটকেরা। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার সকাল সাড়ে টায় গুলমার্গে তাপমাত্রা ছিল মাইনাস ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। ওই একই সময়ে পহেলগামে ০.২ ডিগ্রি সেলসিয়াস, বানিহালে ০.৬ ডিগ্রি সেলসিয়াস, জম্মুতে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার রাজধানী শ্রীনগরে সকালে তাপমাত্রা ছিল ১.৪ ডিগ্রি সেলসিয়াস।

 

 

 

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version