Saturday, May 3, 2025

তুষারপাত দেখতে যাওয়াই কাল! গুলমার্গে আটকে পড়া ৬০ পর্যটককে নিরাপদে ফেরাল সেনা

Date:

সাদা বরফের চাদরে (Snowfall) ঢেকেছে জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) গুলমার্গ (Gulmarg)। শনিবার জম্মু-কাশ্মীরের গুলমার্গ প্রবল তুষারপাতের সাক্ষী থাকে। তাপমাত্রা নেমে যায় মাইনাস ২.৮ ডিগ্রি সেলসিয়াসে। আর তারপরই যেদিকে চোখ যায় শুধুই সাদা আর সাদা। আর সেখানে শীতের সময় তুষারপাত দেখতে জড়ো হন বহু পর্যটক। তবে আচমকা এমন রেকর্ড পারদ পতন হবে তা জানা ছিল না। আর সেকারণেই তুষারপাত দেখতে গিয়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে আটকে পড়েন (Stuck) কমপক্ষে ৬০ পর্যটক (tourists)। পর্যটকদের তালিকায় মহিলা ও অনেক শিশু ছিলেন বলে খবর। তবে পরিস্থিতি বেগতিক হওয়ায় গুলমার্গ থেকে বেরতে পারেননি তাঁরা। এবার আটকে থাকা ৬০ পর্যটককে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এল ভারতীয় সেনার চিনার ওয়ারিয়র্স।

ভারতীয় সেনাবাহিনী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তুষারপাতের কারণে তাপমাত্রা আচমকা কমে যাওয়ায় পর্যটকরা আটকে পড়েন। সেনা জওয়ানরা পর্যটকদের কষ্ট কমাতে আগুনের পাশাপাশি ঘুমানোর ব্যাগ এবং গরম খাবার সরবরাহ করেন বলে খবর। তবে শনিবার ৬০ পর্যটক আটকে পড়লেও একটু পরিস্থিতি স্বাভাবিক হতেই সেনা জওয়ানরা সেখান থেকে তাঁদের উদ্ধার করেন। তবে বর্তমানে সকলেই সুস্থ রয়েছেন বলে খবর।

বরফ দেখার জন্য প্রতি বছর এই সময়ে জম্মু ও কাশ্মীরের গুলমার্গে হাজির হন পর্যটকেরা। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার সকাল সাড়ে টায় গুলমার্গে তাপমাত্রা ছিল মাইনাস ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। ওই একই সময়ে পহেলগামে ০.২ ডিগ্রি সেলসিয়াস, বানিহালে ০.৬ ডিগ্রি সেলসিয়াস, জম্মুতে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার রাজধানী শ্রীনগরে সকালে তাপমাত্রা ছিল ১.৪ ডিগ্রি সেলসিয়াস।

 

 

 

Related articles

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...
Exit mobile version