ধর্মতলায় গ্র্যান্ড হোটেলের সামনে থাকছে হকার, কলকাতা পুরসভার সিদ্ধান্তে সিলমোহর হাইকোর্টের। কলকাতা পুরসভা জানিয়েছিল, ফুটপাতের তিন ভাগের দুই ভাগ পথচারীরা চলাচল করবেন আর একভাগ হকাররা দোকানদারি করবেন। হকাররা ওই লাইন অতিক্রম করতে পারবেন না বলেই কলকাতা পুলিশকে নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা।

বছরের পর বছর গ্র্যান্ড হোটেলের সামনে গুরুত্বপূর্ণ ফুটপাথের প্রায় পুরোটাই দখল করে রেখেছেন হকাররা।
মামলা গড়ায় হাইকোর্টে। সম্প্রতি বেআইনি দখলদার এবং হকারদের সরানোর নির্দেশও দেয় কলকাতা হাইকোর্ট। নির্দেশিকার পরেই টাউন ভেন্ডিং কমিটির বৈঠক বসে। গ্র্যান্ড হোটেলের সামনে ফুটপাত মেপে হকার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তেই এবার সিলমোহর কলকাতা হাইকোর্টের।

আরও পড়ুন- পুলিশকে কাজ করতে দিচ্ছেন না: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফের তোপ রাজ্যপাল আরিফের
