Wednesday, August 27, 2025

ফের একবার আদালত অবমাননার অভিযোগের মুখে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আলিপুরদুয়ার মহিলা সমবায় মামলার তদন্তে কলকাতা হাইকোর্টের নির্দেশ না মানায় সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্ষোভপ্রকাশ করেন। আদালতের নির্দেশ কেন মানা হয়নি তা রাজ্যকে সরকারের মঙ্গলবারের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।আলিপুরদুয়ার মহিলা সমবায় মামলায় আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু ৩ বছর ধরে তদন্ত করেও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি সিআইডি। মামলার তদন্তভার হাতে নেওয়ার মাস খানেকেরও বেশি সময় পর সিবিআই আদালতকে জানায় তদন্তে কোনও প্রকার সহযোগিতা করছে না সিআইডি। এমনকী নথিও হস্তান্তর করা হয়নি।

এরপরই ক্ষুব্ধ বিচারপতি রাজ্যের ১০ জন পুলিশ আধিকারিককে ডেপুটেশনে পাঠানোর নির্দেশ দেন। আদালতে সিবিআই জানিয়েছিল, মামলার চাপে এই দুর্নীতির তদন্ত করা তাদের পক্ষে একটু মুশকিলের। সেকথা শুনে মুখ্যসচিবকে সিবিআই আধিকারিকদের যাতায়াত ও থাকার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছিল আদালত।গত ৭ ডিসেম্বর আদালতে সিবিআই জানায়, আদালতের নির্দেশ মেনে তাদের থাকার কোনও ব্যবস্থাই করেনি রাজ্য প্রশাসন। একথা শুনে ক্ষুব্ধ বিচারপতি সোমবার বলেন, আদালতের নির্দেশ কেন মানা হয়নি তা ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হলফনামা দিয়ে জানাতে হবে মুখ্য সচিবকে। মঙ্গলবার বিকেল ৩টের মধ্যে হলফনামা জমা দিতে হবে তাঁকে।

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version